Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা বৈশ্বিক নিরাপত্তায় হুমকি : ব্রিটেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০২১, ১২:০৩ এএম

উপসাগরে সামরিক মহড়ায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোয় ইরানের প্রতি নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য। দেশটির পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে এই পদক্ষেপগুলোকে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি বলে অভিহিত করেছে। এ অবস্থায় ইরানকে অবিলম্বে তাদের কার্যক্রম বন্ধ করার আহŸান জানিয়েছে ব্রিটেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজ্যুলেশন ২২৩১-এর সুস্পষ্ট লঙ্ঘন। ফলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহার করে উৎক্ষেপণসহ এ ধরনের কার্যক্রম থেকে ইরানকে বিরত থাকা উচিত। ব্রিটেনের এমন আহŸানে তেহরানের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো ইসরাইলের প্রতি হুঁশিয়ারি বলে মন্তব্য করেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর প্রধান জেনারেল হোসেইন সালামি। শুক্রবার মহড়ার চতুর্থ ও শেষ দিনে একই সঙ্গে ১৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় ইরান। আইআরজিসি’র এই মহড়ায় দীর্ঘ, মধ্য ও স্বল্প পাল্লা ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। বাহিনীর দাবি, এগুলো নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। একই দিনে ইরানের অ্যারোস্পেস ফোর্সের দশটি কমব্যাট ড্রোন একসঙ্গে বিভিন্ন অভিযানে অংশ নিয়েছে এবং লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। এই মহড়া ইরানের প্রতিবেশী এবং বন্ধুপ্রতিম দেশগুলোর জন্য শান্তির বার্তা রয়েছে বলে জানিয়েছে তেহরান। রয়টার্স।



 

Show all comments
  • মোঃ আবুল কালাম আজাদ ২৯ ডিসেম্বর, ২০২১, ৭:৪৬ এএম says : 0
    ইরান দেশকে ধন্যবাদ জানায় মহান আল্লাহপাক ইরানকে হেফাজত করুন
    Total Reply(0) Reply
  • Md. zakiul islam ২৯ ডিসেম্বর, ২০২১, ৪:৩২ পিএম says : 0
    আপনারা উৎক্ষেপণ করলে জাতিসংঘের রেজ্যুলেশনের লঙ্ঘন হয় না কিন্ত ইরান উৎক্ষেপণ করলে লঙ্ঘন হয় । এই দ্বিমুখী নীতির দিন শেষ হয়ে গেছে ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ