Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোটালীপাড়ায় নৌকা ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২৮

কোটালীপাড়া ( গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০২১, ৬:৪০ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় নৌকা ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ২৮ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে কোটালীপাড়া স্বাস্হ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার পিনজুরী ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। হাসপাতালে আহতরা জানায় গতকাল সকালে কাকডাঙ্গা এম এ সাইদ স্কুল এ্যন্ড কলেজ মাঠে পিনজুরি ইউনিয়নের নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী আমিনুজ্জামান খানঁ মিলন এর পক্ষের জনসভায় আনারস প্রতিকের বিদ্রোহী প্রার্থী আবু সাইদ সিকদার উপস্থিত হয়ে নৌকার প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচনী মাঠ থেকে বিদায় নেন। বিকেলে তার হুকুমে তার সমর্থকরা রাম- দা,লোহার রড,বাঁশের লাঠি ও ইট- পাটকেল নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালায় এসময় ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নজরুল সিকদার (৬০) রেয়াজুল সিকদার (৬৫) আছাদ সিকদার ( ৬০) নিজামুল সিকদার ( ৫৫) সিরাজুল সিকদার (৫৫) আজিজুল সিকদার (৬০) হাসান সিকদার (৪৫) সামাদ সিকদার (৪৫) ওলিউল্লাহ সিকদার (৪৫) মাহাবুব সিকদার (৪৫) কিবড়িয়া সিকদার (৫০) মিনহাজ সিকদার (৪৫) অন্তর সিকদার (১৬) ও সাহিদুল সিকদার (৪৮) সহ আমাদের কমপক্ষে ২০ কর্মিসমর্থক গুরুতর আহত হয়। এর মধ্যে সাহিদুল সিকদারের অবস্হা গুরতুর হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দিকে নৌকা প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সড়ে যাওয়া প্রার্থী আবু সাইদ সিকদার বলেন নৌকার সমর্থকরা উচ্ছৃঙ্খল কথাবার্তা বলায় দুই পক্ষের মধ্যেই সংঘর্ষ হয় এতে আমার ৮ কর্মি সমর্থক আহত হয়ে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ শনিবার বিকেলে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ জিল্লুর রহমান বলেন এঘটনায় বাচ্চু সিকদার বাদী হয়ে একটি মামলা করেছেন, পুলিশ অভিযান চালিয়, আমিনুর সিকদার ও রাজিব সিকদার নামে দুইজনকে আটক করেছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ