Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বান্দরবানে নিখোঁজ ২ পর্যটকের মধ্যে একজনের লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০২১, ১১:১৮ এএম

তিনজনের মধ্যে ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আরও একজন এখনো নিখোঁজ। জানা যায়, বান্দরবানের সাঙ্গু নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ২ পর্যটকের মধ্যে আদনীন বিনতে জহিরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে তারাছা এলাকায় ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকাল সাড়ে আটটার দিকে নিখোঁজ হওয়া দুই পর্যটক আহনাফ আকিব ও আদনীন বিনতে জহিরকে উদ্ধারে তারাছা এলাকায় নদীতে অভিযান শুরু করে চট্টগ্রাম থেকে আসা দুইজন ডুবুরিসহ ফায়ার সার্ভিসের কর্মীরা।

অভিযান শুরুর আধাঘণ্টা পর ৯টার দিকে ঘটনাস্থল থেকে নিখোঁজ পর্যটক আদনীন বিনতে জহিরের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ আরেক পর্যটক আহনাফ আকিবকে উদ্ধারে ডুবুরিরা অভিযান চালাচ্ছে।

বান্দরবান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নাজমুল আলম জানান, নিখোঁজ ২ পর্যটকের মধ্যে একজনকে উদ্ধার করেছে ডুবুরিরা। অন্যজনকে উদ্ধারে অভিযান চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পর্যটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ