পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
চট্টগ্রাম ব্যুরো : কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ভিজিল্যান্স কার্যক্রম অব্যাহত রয়েছে। গতকাল (মঙ্গলবার) নগরীর কোতোয়ালী থানাধীন জামালখান এবং আকবরশাহ থানার পূর্বফিরোজশাহ এলাকায় সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত পুলিশি সহায়তায় কেজিডিসিএল’র ভিজিল্যান্স টীমের নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এলাকাসমূহের মধ্যে বকেয়া গ্যাস বিলের কারণে জামালখান এলাকায় জনৈক বদিউল আলম এবং পূর্ব-ফিরোজশাহ এলাকায় জহির উদ্দিন খান মাহবুবের আবাসিক গ্যাস সংযোগ থেকে বাণিজ্যিক উদ্দেশ্যে গ্যাস ব্যবহার করে মায়ের দোয়া হোটেল পরিচালনা করার দায়ে ২২টি আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অবৈধভাবে গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে সরকারী পাওনা অর্থ আদায়সহ গ্যাস আইন ২০১০-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হবে বলে কেজিডিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে। অভিযানকালে কেজিডিসিএল’র ভিজিল্যান্স ডিপার্টমেন্টের সহকারী ব্যবস্থাপক প্রকৌশলী আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।