পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
চট্টগ্রাম ব্যুরো : কর্ণফুলী গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার কার্যক্রম অব্যাহত রয়েছে। গতকাল (বুধবার) সীতাকু-ের ভাটিয়ারী এবং নগরীর চান্দগাঁও ফরিদা পাড়ায় অভিযান চালানো হয়। এ সময় সীতাকু- ভাটিয়ারীর গুচ্ছ সিলিন্ডারে গ্যাস প্রদানের জন্য আলাদা পাইপ লাইন স্থাপন করে ২টি নজল স্থাপন করার দায়ে মেসার্স ফুয়েল প্লাস ফিলিংয়ের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই অপরাধে প্রতিষ্ঠানটিকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়। চান্দগাঁও এলাকায় জনৈক মিসেস শাহীন আরা বেগমের বাসাবাড়িতে অননুমোদিত গ্যাস সরঞ্জাম ব্যবহারের দায়ে ৩৭টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ ছাড়াও ফতেয়াবাদ এলাকায় মেসার্স মোস্তফা ব্রেড ফ্যাক্টরি এবং ১৫টি বাসাবাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অবৈধভাবে গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে সরকারি পাওনা অর্থ আদায়সহ গ্যাস আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী নিয়মিত মামলা করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।