পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
চট্টগ্রাম ব্যুরো ঃ কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ভিজিল্যান্স কার্যক্রম অব্যাহত রয়েছে। গতকাল (বুধবার) সীতাকু- উপজেলার কদমরসুল এলাকায় সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভিজিল্যান্স টিম সানম্যান ইন্ডাস্ট্রিয়াল গ্রুপের সানম্যান টেক্সটাইলে অভিযান পরিচালনা করে। অভিযানকালে একটি বয়লারের স্থলে তিনটি বয়লারে, একটি থার্মোওয়েল হিটারে এবং একটি কিউরিং মেশিনে অননুমোদিতভাবে গ্যাস ব্যবহারের দায়ে শিল্প খাতের সংযোগটি বিচ্ছিন্ন করা হয়। এছাড়া ক্যাপটিভ পাওয়ার খাতে ১,৪১,৪৫,৮০৭ টাকা ও শিল্প খাতে ৪৫,৮৭,১২৭ টাকা এবং নিরাপত্তা জামানত বাবদ ৬৮,৯১,০৭০ টাকাসহ সর্বমোট ২,৫৬,২৪,০০৪ (দুই কোটি ছাপ্পান্ন লাখ চব্বিশ হাজার চার) টাকা বকেয়া গ্যাস বিলের কারণে একই গ্রুপের বিদ্যুৎ খাতের গ্যাস সংযোগটিও বিচ্ছিন্ন করা হয়। কেজিডিসিএলের ব্যবস্থাপক (ভিজিল্যান্স) প্রকৌশলী হাসান সোহরাবের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিক্রয় দক্ষিণ ডিপার্টমেন্ট এবং ভিজিল্যান্স ডিপার্টমেন্টের অন্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।