Inqilab Logo

বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১, ২১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

২৪ মিলিয়ন ডলারে পাকিস্তান লিগের টিভি স্বত্ত্ব বিক্রি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০২১, ২:২৮ পিএম

পিসিবির এক মুখপাত্র ক্রিকইনফোকে এ বিষয়ে জানিয়েছে, পিএসএলের সম্প্রচার স্বত্ত্ব কেনার দৌড়ে ছিল মোট তিনটি পক্ষ। যাছাই-বাছাই শেষে ‘এ’ স্পোর্টস এবং পিটিভি স্পোর্টস চ্যানেলকেই দেয়া হয় স্বম্প্রচার স্বত্ত্ব। সম্প্রচার স্বত্ত্ব বিক্রিতে তারা এবার ৫০ ভাগ বেশি মূল্য পেয়েছেন আগেরবারের তুলনায়।

আগামী ২১ জানুয়ারিতে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএল। একই সময়ে পাকিস্তানে শুরু হবে তাদের ফ্রাঞ্জাইজি লিগ পিএসএলের ৭ম আসর।


এরই মধ্যে দল গুছিয়ে ফেলেছে ফ্রাঞ্জাইজিরা। এদিকে পাকিস্তান সুপার লিগের দুই বছরের জন্য সম্প্রচার স্বত্ব বিক্রি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

২৪ মিলিয়ন ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০৬ কোটি টাকা) স্থানীয় দুটি স্পোর্টস চ্যানেল ‘এ’ স্পোর্টস এবং পিটিভি স্পোর্টস এই স্বত্ত্ব কিনে নিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান লিগ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ