Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রিভার্স সুইং করতে পারেন শুভাশিষ

প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১১:৫৩ পিএম, ২৫ অক্টোবর, ২০১৬

বিশেষ সংবাদদাতা : চট্টগ্রামে ২ দিনের প্রস্তুতি ম্যাচে ছিলেন বিসিবি একাদশে। চট্টগ্রাম টেস্টের স্কোয়াডে জায়গা পাননি যারা, তারা ঢাকায় ফিরে এলেও পেস বোলার শুভাশিষকে রেখে দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। চট্টগ্রামে বসেই জানতে পারলেন ঢাকা টেস্টের দলে জায়গা পেয়েছেন তিনি। ২০০৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সঙ্গী নাসির, মিঠুন, রুবেল, মার্শাল আইয়ুব, ডলার মাহামুদ এক এক করে খেলেছেন আন্তর্জাতিক ক্রিকেট। অথচ ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফরম করেও বাংলাদেশ স্কোয়াডে পাচ্ছেন না জায়গা। সে কারণে প্রতীক্ষার অবসানে এমন একটি সংবাদের জন্য এতদিন ছিলেন অপেক্ষায় শুভাশিষ রায়। ঢাকা টেস্টের স্কোয়াডে জায়গাটা পেয়ে তাই দারুণ অনুভ‚তি ২৭ বছর বয়সী এই পেস বোলারেরÑ ‘ অবশ্যই ভালো লেগেছে। এই দিনটির জন্যই অপেক্ষায় ছিলাম। দলের সঙ্গে যখন রাখা হয়েছিল, আশা করেছিলাম, সুযোগ আসতে পারে। ডাক পেয়ে তাই খুব অবাক হইনি।’
২০০৭ সালে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৫ উইকেটে হইচই ফেলে দিয়েছিলেন। ক’দিন পর ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৪ উইকেট! ২০০৮ সালে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছেন। ২০১০ সালে বিসিবি অ্যাকাডেমির হয়ে দক্ষিণ আফ্রিকা অ্যাকাডেমির বিপক্ষেও করেছেন দারুণ বোলিং। করলেন দুর্দান্ত বোলিং। তবে দারুণ সম্ভাবনা জাগানো এই পেস বোলার ধাক্কা খেলেন ২০১২ সালে। হাঁটুর লিগামেন্টের চোট পেয়ে ভারতে অস্ত্রোপচারের মুখে পড়তে হলো। সেই থেকেই ইনজুরি বারবার বাধ সাধছে তার ক্যারিয়ারে। সর্বশেষ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও খেলেছেন ইনজুরি নিয়ে। এখন ইনজুরি দুর্ভাবনা নেই শুভাশিষেরÑ ‘এত বেশি ইনজুরি ছিল যে, টানা লম্বা সময় খেলতে পারিনি। ধারাবাহিকভাবে পারফরম করা তাই কঠিন ছিল। এখন আর সে সমস্যা নেই।’
প্রথম শ্রেণীর ক্রিকেটে ৫১ ম্যাচে ১৩৬ উইকেট। সর্বশেষ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আবাহনীর বিপক্ষে মোহামেডানের এই ম্যাচ উইনিং বোলার ওই আসরে ১৪ ম্যাচে শিকার করেছেন ১৮ উইকেট। এখন স্বপ্ন দেখছেন টেস্ট অভিষেকের। টেস্ট স্কোয়াডে এই প্রথম ডাক পাওয়ার জন্য টেস্ট অধিনায়ক মুশফিকুর রহীমের প্রতি কৃতজ্ঞ শুভাশিষÑ ‘মুশফিক ভাই’র সঙ্গে অনেক দিন খেলেছি। জাতীয় লিগ ছাড়াও খেলেছি তার সঙ্গে শেখ জামাল ধানমন্ডিতেও। তিনি হয়তোবা আমার প্রতি কনফিডেন্ট, তার কনফিডেন্স আদায় করতে পেরেছি বলেই হয়তোবা টেস্ট স্কোয়াডে সুযোগ পেয়েছি। ’
চট্টগ্রাম টেস্টে দু’দলের মধ্যে ব্যবধান নির্ণীত করেছেন ইংল্যান্ড পেস অল রাউন্ডার বেন স্টোকস। তার রিভার্স সুইংয়ে কেঁপে উঠেছে বাংলাদেশ। পেস বোলারদের এই বিশেষত্বটা জানা আছে শুভাশিষ রায়েরও। রিভার্স সুইংটা করতে পারেন বলে জানিয়েছেন শুভাশিষÑ ‘পুরনো বলে রিভার্স সুইংয়ের চেষ্টা সব সময়ই করি। ঘরোয়া ক্রিকেটে রিভার্স সুইং করে সফলও হয়েছি। টেস্টে সুযোগ পেলে রিভার্স সুইং করার চেষ্টা করব।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রিভার্স সুইং করতে পারেন শুভাশিষ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ