Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

ডেরিক রেন্ডলফের হাফ সেঞ্চুরি

প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : দীর্ঘদিন ধরে চট্টগ্রাম ক্রীড়াঙ্গণের সাথে জড়িয়ে আছেন ডেরিক রেন্ডলফ। সফল ক্রীড়াবিদ হিসেবে যতটা জনপ্রিয় ছিলেন সংগঠক হিসেবে তার চেয়েও বেশি জনপ্রিয় তিনি বন্দরনগরীতে। এই ক্রীড়া সংগঠক সিজেকেএস’র কাউন্সিলর হিসেবে এবছর হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন। যা চট্টগ্রাম ক্রীড়াঙ্গণে মাইলফলক হয়েই থাকবে। সাংগঠনিক জীবনের ৫০ বছর পূর্তি উপলক্ষে ডেরিক রেন্ডলফকে সংবর্ধনা দিয়েছে সাউথ এন্ড ক্লাব। সিজেকেএস কনভেনশন হলে আয়োজিত সংবধর্না অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলী আব্বাস। প্রধান অতিথির বক্তব্যে আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘ফুটবল, বাস্কেটবল ও অ্যাথলেটিক্সে অনেকদিন মাঠ কাঁপিয়েছিলেন ডেরিক। আপাদমস্তক ক্রীড়া পাগল এ মানুষটি সত্তরোর্ধ বয়সেও যে কোন ক্রীড়া অনুষ্ঠানে সবার আগে উপস্থিতি হন। যা আমাদের অনুপ্রেরণা যোগায়।’
যাদের অক্লান্ত পরিশ্রমে ডেরিক রেন্ডলফকে সংবর্ধনা দেয়া হয়েছে তারা হলেন- সাউথ এন্ড ক্লাবের উপদেষ্টা ও সিজেকেএস যুগ্ম সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, ক্রীড়া সংগঠক মোঃ সরওয়ার হোসেন ও সাংবাদিক সাইফুল্লাহ চৌধুরী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডেরিক রেন্ডলফের হাফ সেঞ্চুরি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ