নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
নীলফামারী জেলা সংবাদদাতা : নীলফামারীতে শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব প্রাথমিক বিদ্যালয গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলা। গতকাল সকালে নীলফামারী হাইস্কুল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ জাকীর হোসেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বণিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন আব্দুর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হোসেন ও অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার। উদ্বোধনী দিন বালক বিভাগের খেলায় চিলাহাটী এম.ই সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-২ গোলে ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ও বালিকা বিভাগের খেলায় সৈয়দপুর উপজেলার আফতাব উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে ডিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারায়। জেলা পর্যায়ের খেলায় নীলফামারীর ছয়টি উপজেলার ১২টি দল অংশ নিচ্ছে। আগামী ২৮ অক্টোবর এখানকার ফাইনাল অনুষ্ঠিত হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।