Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ায় ট্রাকচাপায় রিক্সাচালক নিহত

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০২১, ৬:৩৩ পিএম

কুষ্টিয়া শহরতলীর লাহিনী বটতলা এলাকায় ট্রাকচাপায় এক ব্যাটারি চালিত রিক্সাচালক নিহত হয়েছে। এঘটনায় কিছুদূরে ট্রাক আটকে স্থানীয় জনতা গণপিটুনি দিয়েছে ট্রাক চালককে। গুরুতর অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আজ বেলা ১২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের লাহিনী বটতলা মোড় এলাকায় রাস্তার ওপরেই রিক্সাচালক রিক্সার ওপরে বসে ছিলেন। এমন সময় কুষ্টিয়া শহরের দিক থেকে একটি ট্রাক (কুষ্টিয়া-ট ১১-১৪৯৫) মোড় ঘুরতে গিয়ে রিক্সার সঙ্গে ধাক্কা দেয়। এসময় রিক্সাচালক ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান রিক্সা চালক। দুর্ঘটনার বিপদ বুঝতে পেয়ে সড়কের ডানপাশ দিয়ে চালিয়ে দ্রুত পালিয়ে যেতে চেষ্টা করে ঘাতক ট্রাকচালক। এসময় কিছুদূরে মতিমিয়ার রেলগেটের কাছে তাকে আটকে গণধোলাই দেয় স্থানীয় জনতা। পরে আহত ট্রাকচালক জীবন হোসেনকে স্থানীয় লোকজন উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহত ট্রাকচালকের বাড়ি কুষ্টিয়ার খাজানগরে।

কুষ্টিয়া মডেল থানার (ওসি) সাব্বিরুল আলম এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত রিক্সাচালকের পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে পরিচয় জানার চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ