Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১২ ঘণ্টা সাঁতরে নিরাপদে মাদাগাস্কারের মন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০২১, ১২:০৩ এএম

মাদাকাস্কারের উত্তর-পূর্বাঞ্চলের এক দ্বীপের উপক‚লে বিধ্বস্ত হয় হেলিকপ্টার। এতে বেঁচে যাওয়া দুই আরোহীর মধ্যে ছিলেন এক মন্ত্রী। কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পর প্রায় ১২ ঘণ্টা সাঁতার কেটে নিকটবর্তী দ্বীপে নিরাপদে পৌঁছান ওই মন্ত্রী। সোমবার হেলিকপ্টার বিধ্বস্তের পর এর বাকি দুই আরোহীর সন্ধানে তল্লাশি অভিযান চলছে। এই বিধ্বস্তের কারণ এখনও পরিষ্কার নয় বলে জানিয়েছ পুলিশ ও বন্দর কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে মাদাগাস্কারের পুলিশ বিষয়ক মন্ত্রী সের্গে গেলে এবং এক পুলিশ কর্মকর্তা আলাদাভাবে সমুদ্র পাড়ের শহর মাহামবোতে পৌঁছান। এর আগে তারা বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি থেকে নিজেদের বের করে নিতে সক্ষম হন বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জেন-এডমন্ড রান্দ্রিয়ানানতেনিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে ৫৭ বছরের সের্গে গেলে একটি ডেক চেয়ারে ক্লান্ত অবস্থায় শুয়ে রয়েছেন। তখনও তার ছদ্মবেশী পোষাক পরা ছিল। তিন দশক পুলিশে কাজ করার পর গত আগস্টে মন্ত্রিসভায় রদবদল হলে তাতে স্থান পান সের্গে গেলে। নিরাপদে পৌঁছানোর পর তিনি ঠাÐা অনুভ‚ত হওয়ার কথা জানিয়েছেন, তবে কোনও আঘাত লাগেনি। তিনি বলেন, ‘আমার মৃত্যুর সময় এখনও আসেনি।’ সোমবার সকালে উত্তর-পূর্ব উপক‚লে একটি জাহাজের ধ্বংসাবশেষের জায়গা পরিদর্শনে যাচ্ছিলেন সের্গে গেলে। তাকে এবং তার তার সহযাত্রীদের বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। মঙ্গলবার পুলিশ প্রধান জাফিসামবাত্রা রাভোয়াভি জানান, জাহাজ ডুবিতে অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে। বিবিসি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ