বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান ও উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দীন হেলাল ওরফে নাহিদ হেলালের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (২২ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরা চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত নং ১ এ মামলাটি দায়ের করেন, বিএনপি নেতা এডভোকেট সৈয়দ এখলেচার আলী বাচ্চু।
মামলায় বাদী উল্লেখ করেছেন, ১ নং আসামী ডা: মুরাদ হাসান বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। ২ নং আসামী টট্রগামের পটিয়া পৌরসভার তিন নং ওয়ার্ডের এটিএম আবুল কাশেমের ছেলে মুহাম্মদ মহিউদ্দীন হেলাল নাহিদ ওরফে নাহিদ হেলাল একজন মিডিয়া উপস্থাপক। গত ১ ডিসেম্বর উপস্থাপক নাহিদ হেলাল এক নম্বর আসামী ডা: মুরাদ হাসানের সাক্ষাৎকার গ্রহণ করেন। যা পরবর্তীতে এক নম্বর আসামী তার ভেরিফাইড ফেইসবুক পেইজে প্রচার ও প্রকাশ করেন।
মামলায় বাদী আরো উল্লেখ করেছেন, এক নম্বর আসামী উক্ত এক ডিসেম্বর তারিখের সাক্ষাতকার প্রদানকালে উদ্দেশ্যমূলকভাবে জিয়া পরিবার এবং ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে অত্যন্ত কুরুচিপূর্ণ, নারী বিদ্বেষী এবং যে কোনো নারীর মর্যাদা হানীকর ভাষা ব্যবহার করেন।
বাদীর পক্ষে মামলাটি দায়ের করেন,এডভোকেট আব্দুল মজিদ। মামলার ধারা ১৫৩-ক/৫০৫-ক/৫০৯ পেনাল কোর্ড।
বিচারক মো: হুমায়ুন কবীর মামলাটি গ্রহণ করে আদেশ পরে দেবেন বলে আদালতে জানিয়েছেন।
মামলার বাদী সাতক্ষীরা সদরের রাধানগর গ্রামের মৃত এডভোকেট সৈয়দ রোহেল হকের ছেলে এড,এখলেচার আলী বাচ্চুু বিষয়টি নিশ্চিত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।