প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
‘পানামা পেপার্সে’ নাম আসার পর বিদেশে থাকা সম্পদের বিষয়ে প্রায় ৬ ঘন্টা ধরে বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চনকে জিজ্ঞাসাবাদ করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। জানা গেছে, দীর্ঘসময় ধরে জিজ্ঞাসাবাদের পর সোমবার (২০ ডিসেম্বর) গভীর রাতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দিল্লি অফিস থেকে বের হন তিনি। তবে আরও জিজ্ঞাসাবাদের জন্য পরবর্তী সময়ে আবারও তলব করা হবে কি না সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বিদেশে প্রচুর সম্পত্তি রাখার জন্যই তলব করা হয় ঐশ্বরিয়াকে। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট বা ফেমা আইনে তাকে ডেকে পাঠানো হয়েছে। এর আগে দুইবার ঐশ্বরিয়ার বক্তব্য জানতে নোটিস পাঠানো হলেও সময় চেয়েছিলেন তিনি; তৃতীয়বারের নোটিসে হাজির হলেন, ৪৮ বছর বয়সি এ তারকা।
অফশোর কোম্পানি ‘অ্যামিক পার্টনার্স লিমিটেড’ নামে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে নিবন্ধিত একটি প্রতিষ্ঠানের ডিরেক্টর হিসেবে ২০০৪ সালে যুক্ত ছিলেন ঐশ্বরিয়া। তবে পরে তিনি ওই কোম্পানি থেকে সরেও আসেন। অভিনেতা অমিতাভ বচ্চন ভারতের বাইরে তিনটি অফশোর শিপিং কোম্পানির পরিচালকের দায়িত্ব পালন করছেন করে অভিযোগ উঠেছিল।
তবে সেই অভিযোগ উড়িয়ে অমিতাভ বলেন, ‘ইন্ডিয়ান এক্সপ্রেসের বলা এমন কোনো কোম্পানির কথা আমার জানা নেই। আমি আমার কর ঠিকমতো পরিশোধ করেছি, এমনকি বিদেশের মাটিতে যা যা খরচ করেছি তার ওপরও কর দিয়েছি। বিদেশে গিয়ে আমি যা লেনদেন করেছি সব আইন অনুযায়ী হয়েছে।’
উল্লেখ্য, গোপনীয়তা রক্ষাকারী হিসেবে স্বীকৃত পৃথিবীর অন্যতম প্রতিষ্ঠান মোস্যাক ফনসেকা পানামার একটি আইনি প্রতিষ্ঠান। এখান থেকে ফাঁস হওয়া ১১ মিলিয়ন নথিপত্রকেই বলা হচ্ছে পানামা পেপার্স। অভিযোগ আছে, বিশ্বের ধনী এবং প্রভাবশালী ব্যক্তিরা কর এড়াতে অফশোর অ্যাকাউন্ট বা শেল কোম্পানিগুলো তৈরি করে থাকে। ২০১৬ সালে ফাঁস হওয়া ‘পানামা পেপার্সে’ অমিতাভ বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনসহ ভারতের রাজনীতিবিদ, খেলোয়াড়সহ ৩০০ জনের নাম আসে, যারা কর ফাঁকি দিয়ে বিদেশে বিনিয়োগ করেন বলে অভিযোগ ওঠে। এই অভিযোগের মুখে ২০১৭ সালে তদন্তে নামে ইডি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।