Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশালের আরটি-পিসিআর মেশিন ১৩ দিন ধরে বিকল ৫জেলার করোনা পরিক্ষা ও চিকিৎসায় বিপর্যয়

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০২১, ২:৩২ পিএম

করোনার নমুনা পরীক্ষায় বরিশালের একমাত্র আর-টি পিসিআর ল্যাবটি গত ১৩ দিন ধরে বিকল। বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজে স্থাপিত আরটিÑপিসিআর ল্যাবটির মূল মেশিনের এলইডি প্যানেল অকার্যকর হওয়ায় বিদ্যুৎ গ্রহন করছে না। ফলে এ বিপত্বির কারণে বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা ও ঝালকাঠী জেলার নির্ভরযোগ্য ‘কোভিড-১৯’ পরিক্ষা বন্ধ থাকায় নতুন রোগী শনাক্ত সহ আক্রান্তদের পরবর্তি অবস্থা পর্যালোচনা বন্ধ রয়েছে।
পিসিআর ল্যাবের প্রধান ডাঃ একেএম আকবর কবির জানিয়েছেন, পিসিআর মেশিনের সরবরাহকারী প্রতিষ্ঠানকে তাৎক্ষণিক বিষয়টি অবহিত করা হয়েছে। মেশিনটির ওয়ারেন্টির সময় একবছর পার হওয়ায় সরবরাহকারী প্রতিষ্ঠান মৌখিক অনুরোধে কাজ করতে চাচ্ছেনা। ওয়ারেন্টির সময় পার হওয়ায় সার্ভিস চার্জ ছাড়া সরবারহকারী কাজ করছে না। এজন্য প্রতিষ্ঠানটি স্বাস্থ্য অধিদপ্তরের চিঠির অপেক্ষায় রয়েছে বলেও জানা গেছে।
তবে পিসিআর ল্যাবট্রি মূীল মেশিন এভাবে অকেজো হয়ে পরে থাকলে অন্যান্য যন্ত্রাংশ সহ সহায়ক মেশিনেও ত্রুটির আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাদের মতে, এর আগে শেবাচিম হাসপাতালের একাধিক মেশিনে সামান্য ত্রুটি দেখা দিলেও তাৎক্ষণিক মেরামত না হওয়ায় আর সচল করা যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের বািরশাল বিভাগীয় অফিস থেকেও পিসিআর ল্যাবের ত্রুটির বিষয়ে অধিদপ্তরে জরুরী চিঠি প্রেরন সহ ফোনেও যোগাযোগ করা হয়েছে। কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত বাস্তব কোন অগ্রগতি হয়নি। বর্তমানে ৫টি জেলার করোনা নমুনা সংগ্রহ করে ভোলার ল্যাবে পরিক্ষা করা হচ্ছে। ফরে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে ফলাফল পেতে।
গত বছরের ৮ এপ্রিল দক্ষিণাঞ্চলের সর্বপ্রথম আরটি পিসিআর ল্যাব চালু হয় শের এ বাংলা মেডিকেল কলেজে। গত কুড়ি মাসে এ ল্যাবে প্রায় এক লাখ নমুনা পরিক্ষা সম্ভব হলেও এখন তা বন্ধ থাকায় এ অঞ্চরে করোনা চিকিৎসায় অনিশ্চয়তা বাড়ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ