Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলাম গ্রহণ করে সেলিব্রিটিতে পরিণত হলেন মার্কিন নাগরিক

প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : অজ্ঞাত একজন মার্কিনী ইসলাম গ্রহণ করে ধর্মান্তরিত হয়ে নিজের একটি ভিডিও সামাজিক মিডিয়ায় পোস্ট করার পর রীতিমত মিডিয়াতে সেলিব্রিটিতে পরিণত হয়েছেন। ভিডিওটি জেদ্দা শহরে সউদীর একটি অটো কোম্পানির গাড়ি প্রদর্শনীর সময়ে ধারণ করা হয়েছে। এতে দেখা যায় ওই মার্কিন নাগরিক সউদী আরবের একজন আলেমের পাশে দাঁড়িয়ে কালেমা শাহাদৎ পাঠ করছেন। এসময় উপস্থিত লোকেরা তাকে বাহবা জানাচ্ছেন। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক মিডিয়ায় কয়েক হাজার অনুসারী ইসলামে ধর্মান্তরিত হওয়া ওই ব্যক্তিকে সত্যের ধর্মে স্বাগত জানিয়ে তার জন্য আল্লাহর দরবারে দোয়া করেন। ইসলাম ও চরমপন্থার মধ্যে কোনো সম্পর্ক নেইÑ এই সত্যটি বুঝতে পারার জন্য অন্যরা তার প্রশংসা করেন এবং সত্য খুঁজে পেতে তাকে সাহায্য করার জন্য আল্লাহকে শুকরিয়া জানান। গাড়ি প্রদর্শনের সময় সেখানে কিছু সুন্দরী মডেলদের আনা হয়। একারণে ওই গাড়ি কোম্পানির বিরুদ্ধে নারী-পুরুষের বাধ্যতামূলক পৃথকীকরণ আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। সউদী শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, এ আইন লঙ্ঘনের অভিযোগে পুলিশ সেখানে হস্তক্ষেপ করেছে এবং প্রদর্শনীর আয়োজকদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ব্রেইটরার্ট।



 

Show all comments
  • আরিফ ২৬ অক্টোবর, ২০১৬, ১:০৬ পিএম says : 0
    ইসলাম ও চরমপন্থার মধ্যে কোনো সম্পর্ক নেই-- এই সত্যটি সারা বিশ্ববাসীর বুঝা উচিত।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলাম গ্রহণ করে সেলিব্রিটিতে পরিণত হলেন মার্কিন নাগরিক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ