Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় র‌্যাবের অভিযানে নারী প্রতারক গ্রেফতার

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০২১, ১২:০২ এএম

মৌসুমী পারভীন ময়না। ফেসবুকে ভুয়া একাউন্ট খুলে গত কয়েক বছরে অসংখ্য পুরুষকে প্রেমের ফাঁদে ফেলে সর্বশান্ত করেছেন। করেছেন একাধিক বিয়ে। তার সিন্ডিকেটে রয়েছে ভুয়া উকিল, ভুয়া কাজী, ভুয়া ডাক্তার ও ভুয়া সরকারি কর্মকর্তা। জাল কাবিননামা করে বহু মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন বিপুল পরিমাণ অর্থ। মামলা দিয়ে হয়রানি করেছেন অনেককে। অবশেষে র‌্যাবের জালে ধরা পড়েছে এই নারী প্রতারক। গতকাল সোমবার র‌্যাব জানিয়েছে, গত রোববার বিকালে র‌্যাব-৬ একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জেলার ফুলতলা থানাধীন খানজাহানপুর এলাকা থেকে এই নারী প্রতারককে গ্রেফতার করে। সে ওই এলাকার মৃত কাজী আকবর হোসেনের কন্যা। এলাকায় সে ‘মক্ষীরাণী ময়না’ নামে পরিচিত। র‌্যাব আরো জানায়, মৌসুমী পারভীন ময়না দীর্ঘদিন ধরে জালসনদ, আইডি কার্ড তৈরিসহ বিভিন্ন সরকারি জালকাগজপত্র দেখিয়ে তার নিজ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের নিকট হতে প্রতারণার মাধ্যমে মোটা অঙ্কের টাকা আত্নসাত করে আসছে। এছাড়াও জাল কাবিননামা প্রদর্শন ও মিথ্যা তথ্য দিয়ে টাকা আত্মসাতের জন্য মিথ্যা মামলা প্রদানসহ প্রতারণার মাধ্যমে একাধিক পুরুষের সাথে এবং একই পুরুষের সাথে একাধিকবার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সংবাদও পাওয়া যায়। তার এসব কর্মকান্ডের জন্য এলাকার স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিগণ সর্বদা ভয় ও আতঙ্কের মধ্যে অবস্থান করছিলেন এবং নিজেদের সম্মান বাঁচানোর জন্য তাকে এড়িয়ে চলতেন। একটি বিশেষ সিন্ডিকেটের মাধ্যমে সমাজের সম্মানিত ব্যক্তিদের হেনস্থা করতেন। তার বিরুদ্ধে যশোর জেলার অভয়নগর থানায় গত রোববার দায়ের হওয়া প্রতারণা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের পর তাকে যশোরের অভয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ