নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বছরটা দুর্দান্ত কেটেছে এমা রাডুকানু। জুলাইয়ে মাত্র ১৮ বছর বয়সে উইম্বলডন অভিষেকেই জায়গা করে নেন শেষ ষোলয়। পরে ইউএস ওপেনে জন্ম দেন রূপকথারই! দীর্ঘ ৪৪ বছরের খরা কাটিয়ে গ্র্যান্ড স্ল্যামের নারী এককে ব্রিটিশ হিসেবে শিরোপা জেতেন এই অষ্টাদশী। ১৯৭৭ সালে গড়া ভার্জিনিয়া উডের যে অর্জনে ভাগ বসিয়েছিলেন এমা, ব্রিটিশদের গ্র্যান্ডস্ল্যামের স্বাদ দেয়া সেই কিংবদন্তিকে ছুঁয়েই মুকুটে আরেকটি পালক পড়লেন এমা। বিবিসি স্পোর্টস পার্সোনালিটি অব দি ইয়ার নির্বাচিত হয়েছেন মো। ভার্জিনিয়ার পর প্রথম নারী টেনিসার হিসেবেও এই খেতাব জিতলেন ব্রিটেনের নম্বার ওয়ান। এছাড়া, ২০০৬ সালের পর তিনিই প্রথম নারী অ্যাথলেট, যিনি জিতলেন এই সম্মাননা।
জনগণের ভোটে তালিকায় দ্বিতীয় হয়েছেন ডাইভার টম ডেলে ও তৃতীয় হয়েছে সাঁতারু অ্যাডাম পিটি। তবে সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নেয়া নামগুলোও ছিল চোখ কপালে তোলার মতো। ম্যানসিটির ফুটবলার রহিম স্টার্লিং, বক্সার টাইসন ফুরি ও গ্রেট ব্রিটেনের সর্বকালের সেরা প্যারালিম্পিয়ান সারাহ স্টোরেহ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।