Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলারোয়ায় অভিনব পদ্ধতিতে চোরাচালান অব্যাহত

কলারোয়া (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০২১, ১২:০৩ এএম

কলারোয়ায় অভিনব পদ্ধতিতে চোরাচালান শুরু হয়েছে। ফলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চোরাচালান দমণে ব্যার্থ হচ্ছে। জানা যায়, উত্তর পশ্চিমে যশোরের শার্শা উপজেলার প্রান্তসীমা কলারোয়ার চান্দুড়িয়া থেকে শুরু হয়ে কলারোয়ার কেড়াগাছির চারাবাড়ি পর্যন্ত ভারতের সংগে সীমান্ত রয়েছে। এই বিস্তৃর্ণ সীমান্ত পথ পাহারা দেয়ার জন্য ৪টি বিজিবি সীমান্ত ফাড়ি রয়েছে। এর বিপরীতে ভারতে সীমান্ত সুরক্ষায় রয়েছে তারকাটার বেড়া। তারকাটার বেড়া পাশ দিয়ে সীমান্ত প্রহরার জন্য পাকা সড়ক ও পর্যাপ্ত যানবাহন রয়েছে। এরপরও কলারোয়া সীমান্তের বিপরীতে ভারতের অন্তত ঃ ১০ সীমান্ত ফাড়ি রয়েছে। বাংলাদেশে একদিকে দূর্বল সীমান্ত প্রহরা অন্য দিকে অভিনব প্রতারণার মাধ্যমে সীমান্তরক্ষীদের চোখ ফাঁকি দিয়ে চোরাচালান অব্যাহত রাখা হয়েছে। সীমান্তে একাধিক নির্ভরযোগ্য সূত্র থেকে চোরাচালানীদের অভিনব পদ্ধতি সম্পর্কে তথ্য জানা গেছে। এর মধ্যে এক শ্রেণির ধূর্তরা বিজিবিকে প্রতিপক্ষের চোরাচালানী পন্য আটকে ব্যাস্ত রেখে নিজেরা চোরাচালানী পন্য পাচার করছে। আবার সীমান্ত রক্ষীদের সংগে অবস্থান করে তাদের গতিবিধির উপর নজর রেখে চোরাচালান করা হচ্ছে। আবার বিজিবিকে খাওয়ায় ব্যাস্ত রেখে চোরাচালান করা হচ্ছে। বিজিবিকে ভুল তথ্য দিয়ে ভিন্ন স্থানে নিয়ে চোরাচালানী পন্য পাচার করা হচ্ছে। আবার নদী সীমান্তে বিজিবি প্রহরা চৌকিতে অবস্থান করার সময় স্থান বিশেষে পলিথিন মোড়া চোরাচালানী পন্য দড়ি বেধে পানির তলা দিয়ে পাচার করে আনা হচ্ছে। এভাবে বিভিন্ন অপকৌশলে কলারোয়া সীমান্তে চোরাচালান অব্যাহত রয়েছে। এরমধ্যে কেড়াগাছি চারাবাড়ি ঘাট, কুটিবাড়ি গাট, রথখোলা ঘাট, গাড়াখালি ঘাট, দক্ষিণ ভাদিয়ালী ঘাট, ভাদিয়ালী তেতুলতলা ঘাট, ভাদিয়ালী কামারবাড়ি ঘাট, রাজপুর খাঁ বাগান ঘাট, চান্দাঘাট, বড়ালী স্লুইচ গেট ঘাট, উত্তর বড়ালীঘাট, হিজলদী ভদ্রশাল ঘাট, হিজলদী শিশুতলা ঘাট, সুলতানপুর ঘাট, চান্দুড়িয়া ঘাট, চান্দুড়িয়া ঘাড়ালবাড়িঘাট দিয়ে সময় সুযোগ মত চোরাচালানী পন্য আনা নেয়া করা হচ্ছে বলে সূত্র জানায়। সূত্র মতে, টেণ্ডুপাতার বিড়ি, সুচসুতা থেকে শুরু কওে মোটর গাড়ির ইঞ্জিন চ্যাচিস, মাদকদ্রব্য, বিভিন্ন প্রকার কাপড়, গৃহসামগ্রী, ইলেক্ট্রিক পন্য, সেনেটারী পন্যসহ সবই পাচার হয়ে আসছে।
সীমান্তের এক শ্রেণীর অসাধু রাজনৈতিক নেতা মোটা টাকার বিনিময়ে চোরাচালানীদের সহায়তা করছে বলে অভিযোগ রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ