Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

হংকং শেয়ারবাজারে বড় বিনিয়োগ চীনা কোম্পানির

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০২১, ১২:০৩ এএম

কৃত্রিম বৃদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে বিশ্ববাজারে দ্রুতগতিতে ব্যবসার প্রসার ঘটছে। বড় বড় টেক জায়ান্টগুলো হুমকি খেয়ে পড়ছে প্রযুক্তি উদ্ভাবনে। এমনই একটি কোম্পানি চীনের স্টার্ট-আপ সেন্সটাইম গ্রুপ, যারা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করে। তারা পুনরায় তাদের শেয়ার হংকংয়ের শেয়ারবাজারে ছেড়েছে। যার বাজারমূল্য ৭৬৭ মিলিয়ন মার্কিন ডলার। সেন্সটাইম ফার্মের পক্ষ থেকে এই ঘোষণা এলো মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার এক সপ্তাহ পর। ওই নিষেধাজ্ঞার কারণে মার্কিন বিনিয়োগকারীরা এই চীনা কোম্পানিটির সঙ্গে লেনদেন বা তাদের শেয়ার ক্রয়-বিক্রয় করতে পারবেন না। সম্প্রতি চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা সেন্সটাইম গ্রুপকে বিনিয়োগের কালো তালিকায় যুক্ত করে যুক্তরাষ্ট্র। মূলত সেন্সটাইমের ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির বিরুদ্ধে অভিযোগ আনে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের অভিযোগ, জাতিগত উইঘুরদের শনাক্তকরণে ব্যবহৃত হতে পারে এই প্রযুক্তি। গত সোমবার সেন্সটাইম যুক্তরাষ্ট্রের এই অভিযোগকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছে। সেন্সটাইমের পক্ষ থেকে বলা হয়, আমাদের গ্রুপের পণ্য ও সেবা বেসামরিক ও বাণিজ্যিক খাতে ব্যবহারের জন্য, কোনো সামরিক খাতের জন্য নয়। কোম্পানির পক্ষ থেকে আরও বলা হয়, যদিও ওয়াশিংটনের বিনিয়োগ নিষেধাজ্ঞা তাদের ব্যবসায়িক কাজের জন্য কোনো সমস্যা সৃষ্টি করেনি, কিন্তু যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের অভাবে তাদের তহবিল সংগ্রহের কাজকে প্রভাবিত করতে পারে। সেন্সটাইম কোম্পানির শেয়ার আগামী ৩০ ডিসেম্বর থেকে হংকং স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু করার কথা রয়েছে। সেন্সটাইম ১ দশমিক ৫ বিলিয়ন শেয়ার বিক্রির টার্গেট করেছে। বৃহস্পতিবার যার চূড়ান্ত মূল্য ঘোষণা করা হবে। দীর্ঘদিন ধরে বিভিন্ন ইস্যুতে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা চলছে। সর্বশেষ কৃত্রিম বুদ্ধিমত্তা সংশ্লিষ্ট কাজ করা চীনা সেন্সটাইম কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আনলো যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের এমন নিষেধাজ্ঞার বরাবরই নিন্দা জানিয়ে আসছে চীন। ইয়াহু নিউজ, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ