Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সুপারম্যান কমিক বই ২১ কোটি টাকা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০২১, ১২:০৩ এএম

মানুষের শখ খুবই বিচিত্র। কেউ ১০ টাকা খরচ করে বই কিনতে চান না। আবার কেউ লাখো বা কোটি টাকাও খরচ করেন বই কেনায়। কেউ বই কেনেন পড়ার জন্য, কেউবা সংগ্রহে রাখতে। তবে পড়া বা সংগ্রহ যে উদ্দেশ্যেই হোক না কেন, আপনি একটি কমিক বই কিনতে সর্বোচ্চ কত টাকা খরচ করবেন? বড় জোর হাজার টাকা। তাহলে আপনার ধারণা ভুল। কোটি টাকায় একটি কমিক বই কিনেছেন এক বইপ্রেমী। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ডালাসে এমনই এক বিস্ময়কর কেনাবেচা হয়েছে। সেখানকার নিলামঘর হেরিটেজ অকশনসে ১৯৩৯ সালে প্রকাশিত একটি ‘সুপারম্যান’ কমিক বই বিক্রি হয়েছে। নিলামে ‘সুপারম্যান’ কমিক বইয়ের একটি বিরল অনুলিপি ২.৬ মিলিয়ন ডলারে (প্রায় ২১ কোটি টাকা) কিনেছেন এক বইপ্রেমী। বইাটি নিউজস্ট্যান্ডে ১৯৩৯ সালে এক টাকায় বিক্রি হয়েছিল। অনলাইন নিলাম এবং চালান সংস্থা কমিক কানেক্ট ডট কম জানায়, বইটি বৃহস্পতিবার রাতে একজন ক্রেতার কাছে বিক্রি করা হয়েছে যিনি তার পরিচয় গোপন রাখতে চান। বিক্রেতা মার্ক মাইকেলসন কমিকটি ১৯৭৯ সালে এর আসল মালিকের কাছ থেকে কিনেছিলেন এবং এটি তাপমাত্রা-নিয়ন্ত্রিত নিরাপদে রেখেছিলেন। মাইকেলসন এখন আধা-অবসরপ্রাপ্ত এবং হিউস্টনে বসবাস করছেন। ইন্ডিয়া ডট কম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুপারম্যান কমিক বই ২১ কোটি টাকা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ