মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
‘ওমিক্রন’-এর গোষ্ঠী সংক্রমণ শুরু! দ্রুত ছড়াচ্ছে ‘ওমিক্রন’। স্থানীয়ভাবে ওমিক্রন-সংক্রমণ দেড় থেকে তিনদিনের মধ্যে দ্বিগুণ হচ্ছে। শনিবার এমনই সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা সূত্রে খবর, প্রথম ওমিক্রন-আক্রান্তের হদিশ পাওয়ার পর একমাসও পেরোয়নি। এর মধ্যেই বিশ্বের ৮৯টি দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের এই প্রজাতি। শনিবার ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়, যে সমস্ত এলাকায় ওমিক্রন-সংক্রমিতের হদিশ মিলছে, সেই সমস্ত এলাকায় দেড় থেকে তিনদিনের মধ্যে সংক্রমিতের সংখ্যা দ্বিগুণ হচ্ছে। ব্রিটেন সহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিতে তো বিদ্যুতের গতিতে সংক্রমণ ছড়াচ্ছে ‘ওমিক্রন’। অর্থাৎ অধিকগুণ মিউটেশনে সক্ষম ওমিক্রনের সংক্রমণ প্রবণতাও অধিক।
করোনাভাইরাসের এই নয়া প্রজাতির সংক্রমণের তীব্রতা অতিরিক্ত এবং যেখানে গোষ্ঠী সংক্রমণ হবে সেখানে করোনার দ্বিতীয় ঢেউয়ের বাহক ‘ডেল্টা’-র থেকেও ‘ওমিক্রন’ ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আগেই সতর্কবার্তা দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেই সতর্কবার্তা যে নিছক ছিল না, তা সাম্প্রতিক ওমিক্রন-সংক্রমিতের সংখ্যার রিপোর্টেই স্পষ্ট হচ্ছে।
যে সমস্ত দেশের নাগরিকদের মধ্যে উচ্চ মাত্রার রোগ প্রতিরোধক ক্ষমতা গড়ে উঠেছে, সেই সমস্ত দেশেও দ্রুত গতিতে সংক্রমণ ছড়াচ্ছে ‘ওমিক্রন’। যদিও এর কারণ করোনা ভাইরাসের এই নয়া ভ্যারিয়ান্টের অনাক্রমতা, অধিক সংক্রমণ প্রবণতা অথবা দুটির একত্রীকরণ কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে বিশ্বজুড়ে সংক্রমিতের গ্রাফ যেভাবে ঊর্ধ্বমুখী হচ্ছে, তাতে উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যকর্তারা।
ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকা সহ ব্রিটেনের হাসপাতালগুলিতে ওমিক্রন-আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। জানুয়ারির মাঝামাঝি সময়ে ইউরোপে ওমিক্রন ভয়াবহ আকার নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। যদিও এখনও পর্যন্ত ওমিক্রনে সংক্রমিত হয়ে মৃত্যুর খবর নেই। ওমিক্রন-আক্রান্তদের শারীরিক অবস্থারও বিশেষ কোনও অবনতি দেখা যায়নি। অধিকাংশ রোগীই উপসর্গহীন বা মৃদু উপসর্গে আক্রান্ত। তবে কোভিড-১৯ ভ্যাকসিনের ডবল ডোজ এমনকি বুস্টার ডোজ নেওয়ার পরেও অনেকে সংক্রমিত হয়েছেন। ফলে ওমিক্রন-এর প্রতিরোধ গড়ে তোলার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
ওমিক্রন-মোকাবিলার পথ খুঁজতে সংক্রমিতদের বিশেষ পর্যবেক্ষণে রাখার পরামর্শ দিয়েছেন বিজ্ঞানীরা। সমস্ত রাষ্ট্রনেতাদের কাছে ওমিক্রন-সংক্রমিতদের উপসর্গ থেকে চিকিৎসার বিস্তারিত বিবরণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার পোর্টালে তুলে ধরারও আবেদন জানিয়েছেন। পাশাপাশি সংক্রমণ ঠেকাতে বড়দিন, বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসবে বিধি-নিষেধে কড়াকড়ি করার ঘোষণা করেছে নেদারল্যান্ড, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি সহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি। সূত্র: টিওআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।