গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর যাত্রাবাড়ীতে আবর্জনার স্তূপ থেকে নারীর গলিতা লাশ উদ্ধার হওয়ার চারদিনেও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে পরিচয় শনাক্ত ও রহস্য উদঘাটন করতে পুলিশ কাজ করছে। কোনো ক্লু না থাকায় পুলিশও তদন্তে হিমশিম খাচ্ছে। খুব দ্রুত সময়ের মধ্যে পরিচয় ও রহস্য উদঘাটন করা হবে বলে জানিয়েছে পুলিশ।
যাত্রাবাড়ী থানার এসআই মুকিত হাসান গতকাল ইনকিলাবকে বলেন, গত বৃহস্পতিবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলের একটি ময়লার স্তূপ থেকে এক নারীর লাশ উদ্ধার করি। প্রাথমিকভাবে মনে হচ্ছে নারীকে হত্যা করা হয়েছে অনেক দিন আগে। পরে আবর্জনা স্তূপে লাশ ফেলে রাখা হয়। এতে নারীর শরীর বীভৎস হয়ে গেছে। তিনি জানান, ময়নাতদন্ত শেষে লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর পরিষ্কার হয়ে যাবে এটি হত্যা কি না। এছাড়াও এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে জানিয়ে পুলিশের ওই কর্মকর্তা বলেন, লাশের উদ্ধারের পর তেমন কোনো আলামত পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে দুটি চুড়ি, একটি পায়জামা উদ্ধার করা হয়েছে। এছাড়া আর কোনো আলামত পাওয়া যায়নি। তবে পরিচয় শনাক্ত ও রহস্য উদঘাটন করতে দেশের প্রতিটি থানায় আলামত ও লাশের ছবি পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।