মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানের পুলিশ জানিয়েছে, বন্দর নগরী করাচিতে গতকাল গ্যাস বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত এবং আরো কয়েকজন আহত হয়েছে। শেরশাহ এলাকার একটি ব্যাঙ্ক ভবনে বিস্ফোরণটি ঘটে এবং সোশ্যাল মিডিয়া এবং টিভি ফুটেজে দেখা যায়, দুই তলা কাঠামোর জানালা ও দরজা উড়ে গেছে, নথিপত্র বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। আশেপাশে রাখা গাড়ি ও মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রাদেশিক পুলিশ এএফপিকে বলেছে, একটি বোমা নিষ্ক্রিয়কারী দল তদন্ত করছে, কিন্তু ‘স্পষ্টত গ্যাস লিকেজই বিস্ফোরণের কারণ’। তারা বলেছে যে, ১২ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং আহত ১৩ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে। রান্নার পাশাপাশি গাড়িতে ব্যবহৃত ত্রুটিপূর্ণ গ্যাস সিলিন্ডার থেকে সৃষ্ট বিস্ফোরণ পাকিস্তানে সাধারণ ঘটনা। সূত্র : এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।