বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোরের ঝিকরগাছা উপজেলার পল্লীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জুয়েল রানা (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
সে যশোরের ঝিকরগাছা উপজেলার হাড়িয়া দেয়াড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে।
স্থানীয়রা জানায়, শুক্রবার দেয়াড়া বাজারে সকালে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে একই এলাকার আব্দুল মান্নান তার ছেলে আলম সহ ৭/৮ জন মিলে জুয়েলসহ তার পরিবারের উপর হামলা চালায়। হামলাকারীরা জুয়েল রানাকে বেদম প্রহার করে। মারপিটের ঘটনায় জুয়েল রানা মারাত্মকভাবে আহত হলে তাকে উদ্ধার করে বেলা ১১টার দিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার্ড করে। ঢাকায় নেয়ার পথে রাত ১টার দিকে তার মৃত্যু হয়।
যশোর জেনারেল হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্তের শেষ হলে শনিবার বিকালে পারিবারিক ভাবে তার দাফন সম্পন্ন করা হয়।
এঘটনায় ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। এ ঘটনায় নিহতের পিতা ৮ জনকে চিহ্নিত করে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ একজন গ্রেফতার করেছে। বাকী আসামিদের গ্রেফতারের জন্য জোর চেষ্টা চলছে বলে তিনি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।