Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জয়ের আরো কাছে পাকিস্তান

প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজকে অল-আউট করতে বোলারদের পাঁচ সেশন বল করার সুযোগ দিলেন অধিনায়ক মিজবাহ-উল-হক। সেটি হলেই সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যাবে পাকিস্তান। ৪৫৬ রানের লক্ষ্যে ইতোমধ্যে ১৭১ রানে ৪ উইকেট হারিয়েছে ক্যারিবিয়ওরা। দুবাই টেস্ট জয়ের জন্য আজ শেষ দিনে তাদের প্রয়োজন ২৮৫ রান, পাকিস্তানের ৬ উইকেট। এমতাবস্থায় জেসন হোল্ডার বাহিনীকে পথ দেখাচ্ছেন রস্টন চেইজ (১৭) ও জার্মেইন বø্যাকউড (৪১)। দুজনে ১৭.২ ওভার ব্যাট করে ৪৭ রানে অবিচ্ছিন্ন থেকেই দিন শেষ করেন। এর আগে পাক বোলারদের মাধাব্যথার কারণ হয়ে ওঠা ক্রেগ ব্রেথওয়েটকে এলবিডবিøউয়ের ফাঁদে ফেলেন মোহাম্মাদ নওয়াজ। চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৬৭ রান করেন ব্রেথওয়েট। এর আগে ১ উইকেটে ১১৪ রান দিয়ে দিন শুরু করা পাকিস্তান মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ব্যাট করে শুধুমাত্র আজহার আলীর উইকেটটি হারিয়ে ২২৭ রান তুলে ইনিংস ঘোষনা করে। এসময় আসাদ শফিক ৫৮ ও ইউনুস খান ২৯ রানে অপরাজিত ছিলেন। প্রথম ম্যাচের ট্রিপল সেঞ্চুরিয়ান আজহারের ব্যাট থেকে আসে ৭৯ রান। পাকিস্তান : ৪৫২ ও ২২৭/২ ডি. (আজহার ৭৯, শফিক ৫৮*)।
উইন্ডিজ : ২২৪ ও ১৭১/৪ (ব্রেথওয়েট ৬৭, বø্যাকউড ৪১*, ইয়াসির ২/৬০)



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জয়ের আরো কাছে পাকিস্তান

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ