Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মরিনহোর দুঃস্বপ্নের ফেরা

প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : প্রিমিয়ার লিগের লড়াইটা জমে উঠেছে বেশ। ৯ রাউন্ড শেষে শীর্ষ ৫ দলের মধ্যে পয়েন্ট ব্যবধান মাত্র ১! কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড ভক্তদের জন্য দুঃসংবাদ হলো, এই তালিকায় নেই তাদের দলের নাম। শীর্ষে থাকা নগর প্রতিদ্ব›দ্বী সিটির সাথে তাদের পয়েন্ট ব্যবধান ৬। পরশু সাবেক ক্লাব চেলসিতে ফেরাটাও গদগদে ক্ষত তৈরি করল মরিনহোর মনে। গেল মৌসুমে বøু শিবির থেকে বরখাস্ত হওয়ার পর প্রথম ভ্রমণেই অ্যান্তোনিও কোন্তের কাছ থেকে উপহার পেলেন ৪-০ গোলের লজ্জা। রেড ডেভিলদের নিয়ে শ্রেফ ছেলেখেলা করে বøুরা। স্ট্যানফোর্ড ব্রিজে একটি করে গোল করেন পেড্রো, কাহিল, হ্যাজার্ড ও কোন্তে। অনুশীলনে চোট পাওয়াই এই ম্যাচে ছিলেন না ওয়েন রুনি। দিনটা সুখের ছিল না পেপ গার্দিওলারও। ঘরের মাঠ ইতিহাদে সাউদাম্পটনের সাথে ১-১ গোলে ড্র করেছে তার দল ম্যানচেস্টার সিটি। সাবেক বার্সেলোনা ও বার্যার্ন মিউনিখ কোচ এই প্রথম টানা ৫ ম্যাচ জয়হীন থাকলেন। এজন্য অবশ্য লিগের শীর্ষস্থান হারাতে হয়নি আকাশী-নীলদের। ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। এক পয়েন্ট কম নিয়ে চতুর্থ স্থানে চেলসি। ১৪ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে মরিনহোর ইউনাইটেড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মরিনহোর দুঃস্বপ্নের ফেরা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ