গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
চট্টগ্রাম ব্যুরো : আইন মেনে ভ্যাট দেয়ার আহŸান জানিয়ে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, সামর্থ্য থাকার পরও অনেকের কর দেয়ার মানসিকতা নেই। কিন্তু দেশের উন্নয়ন এগিয়ে নিতে ভ্যাট অনেক জরুরি। এ জন্য কর-ভ্যাট দেয়ার মানসিকতা তৈরি করতে হবে। কর দিতে ব্যবসায়ীদের উৎসাহিত করতে হবে। গতকাল (সোমবার) নগরীর আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। মূল্য সংযোজন কর (ভ্যাট) ও সম্পূরক শুল্ক আইন ২০১২ বাস্তবয়নের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের তত্ত¡াবধানে এবং কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রামের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রামের কমিশনার সৈয়দ গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি কর আপীল আদালত চট্টগ্রামের কমিশনার মাহবুব হোসেন, চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার এ এফ এ আবদুল্লাহ খান, চট্টগ্রাম চেম্বারের সহ-সভাপতি সৈয়দ জামাল হোসেনসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।