Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ক্ষমতা ছাড়ার আগে বিতর্কিত চুক্তি অনুমোদন মার্কেলের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০২১, ১২:০৫ এএম

চুক্তিতে মিসরের কাছে ফ্রিগেট ও এয়ার ডিফেন্স সিস্টেমস এবং সিঙ্গাপুরের কাছে সাবমেরিন বিক্রি করবে জার্মানি। জার্মানির সাবেক চ্যান্সেলর এঙ্গেলা মার্কেলের সরকার ক্ষমতা ছাড়ার আগে তিনটি বিতর্কিত চুক্তির অনুমোদন দিয়েছে। এসব চুক্তিতে মিসরের কাছে ফ্রিগেট ও এয়ার ডিফেন্স সিস্টেমস এবং সিঙ্গাপুরের কাছে সাবমেরিন বিক্রির কথা বলা আছে। জার্মানির নিউজ ম্যাগাজিন ডেয়ার স্পিগেল জানায়, নতুন চ্যান্সেলর হিসেবে ওলাফ শলৎসের শপথ নেয়ার একদিন আগে ৭ ডিসেম্বর এসব চুক্তি সংক্রান্ত কাগজপত্র জার্মান সংসদ বুন্ডেসটাগের প্রেসিডেন্ট ব্যার্বেল বাসের কাছে পাঠান মার্কেল সরকারে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী পেটার আল্টমায়ার। জার্মানির ফেডারেল সিকিউরিটি কাউন্সিল এসব চুক্তির অনুমোদন দেয়। এই পরিষদে চ্যান্সেলর ছাড়াও কয়েকজন মন্ত্রী থাকেন। ফলে নতুন চ্যান্সেলর ওলাফ শলৎস ম্যার্কেল সরকারের অর্থমন্ত্রী থাকায় তিনি এসব চুক্তি সম্পর্কে অবহিত ছিলেন। বুন্ডেসটাগ প্রেসিডেন্টের কাছে পাঠানো চিঠি থেকে জানা যায়, মিশরের কাছে তিনটি মেকো এ-২০০ ইএন ফ্রিগেট ও ১৬টি এয়ার ডিফেন্স সিস্টেম বিক্রির কথা বলা হয়েছে। অন্য চুক্তিতে সিঙ্গাপুরের কাছে একটি ২১৮ জি সাবমেরিন বিক্রির উল্লেখ রয়েছে। মিসরের মানবাধিকার রেকর্ড খারাপ হওয়ায় এবং ইয়েমেন যুদ্ধে দেশটি সংশ্লিষ্ট থাকায় তাদের কাছে অস্ত্র বিক্রির সমালোচনা করেছেন জার্মানির কয়েকজন রাজনীতিবিদ ও ধর্মীয় নেতা। জার্মানির বর্তমান জোট সরকারের অংশ সবুজ দলের গুরুত্বপূর্ণ একজন নেতা আগনিসৎস্কা ব্রুগার বিদায়ী মার্কেল সরকারের এই সিদ্ধান্তকে ‘হিসেবি রাজনৈতিক চাল’ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, নতুন জোট সরকারের অংশ সবুজ দল হয়ত এসব চুক্তির অনুমোদন দিত না, এই বিবেচনায় মার্কেল সরকার যাওয়ার আগে সেগুলোর অনুমোদন দিয়েছে। জার্মানির খ্রিস্টান সম্প্রদায়ের নেতারাও এই চুক্তির কড়া সমালোচনা করেছেন। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক ও ফ্রাঙ্কফুর্টের পিস রিসার্চ ইনস্টিটিউটের প্রজেক্ট লিডার সিমোন ভিসোৎস্কি বলেন, ‘তৃতীয় দেশের› কাছে অস্ত্র বিক্রির বিষয়টি এখন আর ‘ব্যতিক্রম’ বলে যুক্তি দেয়ার কিছু নেই। বরং এটি এখন ‘নিয়মে› পরিণত হয়েছে বলে মনে করেন তিনি। জার্মানির ‘জয়েন্ট কনফারেন্স চার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের’ ক্যাথলিক চেয়ারম্যান কার্ল ইয়ুসটেন বলেন, বাইরের দেশের কাছে ইউরোপ বেশি অস্ত্র বিক্রি করছে, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত ও সউদী আরবে। সামাজিক গণতন্ত্রী এসপিডি, সবুজ দল ও ব্যবসাবান্ধব দল এফডিপির সমন্বয়ে গঠিত জার্মানির নতুন জোট সরকার ‘নিয়ন্ত্রিত অস্ত্র বিক্রি নীতি’ অনুসরণ করতে একমত হয়েছে। বিশেষ করে ইয়েমেন যুদ্ধে সংশ্লিষ্ট দেশগুলোর ক্ষেত্রে এই নীতি বিবেচনা করা হবে। ডয়েচে ভেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিতর্কিত চুক্তি অনুমোদন মার্কেলের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ