প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
এবার কোভিড থাবা বসিয়েছে সুন্দরী প্রতিযোগিতার আসরে। করোনার কারণে পিছিয়ে গেলো গেলো ‘মিস ওয়ার্ল্ড ২০২১’-এর ফাইনাল। ‘মিস ওয়ার্ল্ড ২০২১’-এ ভারতের প্রতিনিধিত্ব করা ‘মিস ইন্ডিয়া ২০২০’ মানাসা বারাণসী-সহ করোনা আক্রান্ত আরো ১৭ জন প্রতিযোগী ও কর্মী। করোনার সংক্রমণ যাতে ছড়িয়ে না পরে সে জন্য এই প্রতিযোগিতার ফাইনাল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
‘মিস ওয়ার্ল্ড ২০২১’ কর্তৃপক্ষের দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘‘প্রতিযোগী, কর্মী, ক্রু ও সাধারণ মানুষের স্বাস্থ্য ও সুরক্ষার স্বার্থে সাময়িক ভাবে ‘মিস ওয়ার্ল্ড ২০২১’ পুয়েত্রা রিকোর ফাইনাল পিছিয়ে দেওয়া হচ্ছে।’’
বিবৃতিতে আরো জানানো হয়েছে, আগামী ৯০ দিনের মধ্যে এই প্রতিযোগিতা পুনরায় আয়োজন করা হবে। আপাতত তাদের তত্ত্বাবধানেই কর্মী ও প্রতিযোগীদের চিকিৎসা চলবে। কোভিডমুক্ত হওয়ার পর চিকিৎসকদের পরামর্শ নিয়ে যে যার বাড়ি ফিরে যেতে পারবেন।
মিস ওয়ার্ল্ড লিমিটেডের সিইও জুলিয়া মোরলি বিবৃতিতে বলেন, ‘মিস ওয়ার্ল্ড মুকুট প্রদানের জন্য আমরা খুব দ্রুত আমাদের প্রতিযোগীদের মাঝে ফিরতে চাই।’
উল্লেখ্য, ১৬ই ডিসেম্বর পুয়েত্রা রিকোয় মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালের আসর বসার কথা ছিল। কিন্তু হঠাৎ আসা করোনার থাবায় বিচলিত আয়োজকরা তাই পিছিয়ে দেওয়া হয়েছে ফাইনাল। ২০১৯ সালে এই প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্বের সম্মান পেয়েছিলেন জামাইকার সুন্দরী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।