প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
মিস ওয়ার্ল্ড ২০১৮ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশে ফিরেছেন বাংলাদেশের সুন্দরী জান্নাতুল ফেরদৌস ঐশী। চীনে এক মাস অবস্থান করে গত সোমবার রাতে দেশে ফিরেছেন তিনি। প্রতিযোগিতায় অংশ নেয়ার অভিজ্ঞতা সম্পর্কে ঐশী বলেন, অনেক কিছু জানা হলো, শেখা হলো। মানুষের মনের সৌন্দর্যকে কীভাবে প্রকাশ করতে হয়, উপলব্দি করতে হয় তা বুঝেছি। সারা জীবনের অনুপ্রেরণা হয়ে থাকবে আমার এই অভিজ্ঞতা। অন্তর শোবিজের কাছে চিরদিনের কৃতজ্ঞতা আমাকে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করে দেয়ার জন্য। তিনি বলেন, সবচেয়ে বড় আনন্দ হলো দেশের প্রতিনিধিত্ব করতে পারা। ওখানে সব প্রতিযোগীদের সঙ্গে একটা পরিবারের মতো সময় কাটিয়েছি। ঐশী দেশের মানুষদের ধন্যবাদ জানিয়ে বলেন, আমার নিজের কোনো ফেসবুক আইডি ছিল না। মিস ওয়ার্ল্ড বাংলাদেশের পেজ থেকে আপডেট দেয়া হয়েছে পুরো আসরটির। যারা আমার জন্য সমর্থন, শুভেচ্ছা জানিয়ে ভোট দিয়েছেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। বিশ্ব সুন্দরীর মঞ্চে সামনের দিনগুলোতে আশা করি আরও অনেক বড় সাফল্য আসবে বাংলাদেশের। উল্লেখ্য, ঐশী বিভিন্ন দেশের প্রতিযোগীদের হারিয়ে সেরা ৩০ জনের মধ্যে জায়গা করে নিয়েছিলেন। এই ৩০ জনকে নিয়েই গত ৮ ডিসেম্বর চীনের সানাইয়া সিটি এরেনায় অনুষ্ঠিত হয় মিস ওয়ার্ল্ড ২০১৮’র জমকালো গ্র্যান্ড ফিনালে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।