Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাহজালালে দুই লাগেজে মিলল কোটি টাকার সোনা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২১, ৬:১৮ পিএম

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা দুটি লাগেজের ভেতর কোটি টাকার সোনা পাওয়া গেছে।

বৃহস্পতিবার ( ১৬ ডিসেম্বর) বিকেলে ঢাকা কাস্টম হাউসের উপ-কমিশনার (প্রিভেনটিভ) মো. সানোয়ারুল কবির জানান, গতকাল মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরের লাগেজ বেল্ট ৩ এবং ৪ থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি লাগেজ পড়ে থাকতে দেখা যায়। এরপর দুটি লাগেজ স্ক্যানিং করা হয়। ব্যাগেজ স্ক্যানিংকালে ব্যাগের ভেতর সোনার অস্তিত্ব পাওয়া যায়।

সানোয়ারুল কবির আরও জানান, পরবর্তী সময়ে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে ব্যাগে থাকা তালার ভেতর থেকে সোনার ১৬টি বার মালিক বিহীনভাবে উদ্ধার করা হয়। যার ওজন ১ দশমিক ৮৬০ কেজি (এক কেজি আটশত ষাট গ্রাম)।

জব্দকৃত সোনার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ১৬ লাখ ৮০ হাজার ) টাকা। জব্দকৃত সোনার বিষয়ে কাস্টমস ও ফোজদারি আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোনা

২৪ নভেম্বর, ২০২২
২৭ অক্টোবর, ২০২২
২৬ সেপ্টেম্বর, ২০২২
২৫ সেপ্টেম্বর, ২০২২
১৫ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ