Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিজয়ের সুবর্ণজয়ন্তীতে রূপালী ব্যাংকের নতুন ওয়েবসাইট উদ্বোধন

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২১, ৫:৪৫ পিএম

বিজয়ের সুবর্ণজয়ন্তীতে রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক লিমিটেডের নতুন ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। মুজিবশতবর্ষ এবং বাংলাদেশের সুবর্ণজয়ন্তীতে ব্যাংকের কার্যক্রম ডিজিটাইজেশনের অংশ হিসেবে আধুনিক ব্যাংকিং সেবা ও তথ্য গ্রাহকের দোরগোড়ায় পৌছে দেয়ার লক্ষ্যে রূপালী ব্যাংক তাদের নিজস্ব নতুন ওয়েবসাইট ‘www.rupalibank.com.bd’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে।

বৃহস্পতিবার(১৬.১২.২০২১) দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুম থেকে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রূপালী ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক ও ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ নতুন এই ওয়েবসাইটের উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান কাজী সানাউল হক বলেন, পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে ব্যাংকের সকল কার্যক্রম ডিজিটাল পদ্বতিতে নিয়ে যাওয়া হবে।
ব্যাংকের এমডি মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ নতুন এই ওযেবসাইট তৈরির কাজে জড়িত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান এবং তিনি আশা প্রকাশ করেন যে, এই ওয়েবসাইটটি বাংলাদেশের ব্যাংকগুলোর মধ্যে অন্যতম একটি ভালো ওয়েবসাইটে পরিনত হবে।

নতুন ওয়েবসাইটটিতে নতুন কিছু ফিচার সংযোজন করা হয়েছে। এই ওয়েবসাইটের মাধ্যমে ঘরে বসে একাউন্ট খোলা, চেক বুক রিকুইজিশন এবং হট লাইন নম্বরসহ নানা সুবিধা রয়েছে। এছাড়াও এর মাধ্যমে ব্যাংকের আমানত এবং ঋণ সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর, মো. শওকত আলী খান ও খান ইকবাল হোসেন, জিএম পারসুমা আলম, গোলাম মরতুজা, ইয়াছমিন বেগম, কাজী আবদুর রহমান, হারুনুর রশীদ ও কাজী ওয়াহিদুল ইসলামসহ ব্যাংকের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী এ সময় উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উদ্বোধন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ