চরিত্র মানুষের শ্রেষ্ঠতম অলঙ্কার
সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত- মানবজাতি। এ শ্রেষ্ঠত্ব মানুষ তার চরিত্র দিয়ে অর্জন করে নেয়।
হযরত হাফেজ্জী হুজুর রহ. এর সুযোগ্য ছোট সাহেবজাদা, বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান আমীরে শরীয়ত, হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও ঢাকার ঐতিহ্যবাহী জামিয়া নুরিয়া ইসলামিয়ার মহাপরিচালক আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী হাফিযাহুল্লাহ হৃদরোগসহ বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে কয়েক দিন আগে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।
তিনি বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। আলহামদুলিল্লাহ বর্তমানে শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমির ও ঢাকা মহানগরীর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী এক বিবৃতিতে পীর-মাশায়েখ, ওলামা ও তুলাবাসহ সকলের কাছে দোয়া করার আহবান জানিয়ে বলেন, আল্লাহ তাআ'লা যেন দ্রুত পরিপূর্ণ সুস্থতার নেয়ামত দিয়ে হযরতকে আবারো কর্মমূখর হওয়ার তাওফীক দান করেন। সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।