মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : শান্তি আলোচনা করতে তালিবানের কাতার রাজনৈতিক কার্যালয় থেকে পাকিস্তান সফরে গেছে একটি প্রতিনিধিদল। কাতারে আফগান ও মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তালিবান গোষ্ঠীর অনানুষ্ঠানিক বৈঠকের কয়েক দিন পর এ সফরে যাচ্ছে প্রতিনিধিদলটি। এক বছরেরও বেশি সময় পর এটিই হচ্ছে প্রথম সরাসরি বৈঠক। তালিবান কয়েকটি সূত্র বলেছে, তালিবান গোষ্ঠীর প্রয়াত প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ভাই মোল্লা আব্দুল মান্নান যুক্তরাষ্ট্র এবং আফগান কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন। তবে অনানুষ্ঠানিক আলোচনা নতুন করে শুরুর আগে কোনো বিরতি হয়নি। তালিবান প্রতিনিধিদলটি কাতার বৈঠকের ব্যাপারে পাকিস্তানের নিরাপত্তা সংস্থাগুলোকে ব্রিফিং দেবে এবং সম্প্রতি পাকিস্তানে ঊর্ধ্বতন কমান্ডারদের গ্রেফতারের বিষয়টি নিয়ে অভিযোগ করবে বলে জানিয়েছেন দোহার এক ঊর্ধ্বতন সদস্য। ওই কর্মকর্তা বলেন, মৌলভী শাহাবুদ্দিন দিলওয়ার, জান মোহাম্মদ এবং আব্দুল সালাম হানাফির সমন্বয়ে গঠিত তিন সদস্যের প্রতিনিধিদলটি কাতার থেকে পাকিস্তানে গেছে এবং আরো কয়েকজন তাদের সঙ্গে যোগ দিয়েছে। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।