Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইংল্যান্ডে চালু হলো কোভিড পাস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২১, ১২:১২ এএম

ইংল্যান্ডের প্রাফতবয়স্কদের এখন থেকে নাইট ক্লাব, স্টেডিয়াম কিংবা হাজার হাজার মানুষের উপস্থিতি থাকবে এমন অনুষ্ঠানে ঢুকতে কোভিড পাস দেখাতে হবে। সংক্রমণের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারের এই পরিকল্পনার বিরুদ্ধে মঙ্গলবার পার্লামেন্টে প্রায় ১০০ কনজারভেটিভ এমপি ভোট দিয়েছিলেন; তা সত্তে¡ও বিরোধীদের অনেকের সমর্থন পাওয়ায় প্রস্তাবটি পাসে বরিস জনসন সরকারকে খুব একটা বেগ পেতে হয়নি বলে জানিয়েছে বিবিসি। এর ফলে বুধবার থেকে সুনির্দিষ্ট বিভিন্ন ভেন্যুতে কেবল তারাই প্রবেশ করতে পারবেন যাদের টিকার দুই ডোজ নেওয়ার কিংবা স¤প্রতি করা শনাক্তকরণ পরীক্ষায় ‘নেগেটিভ’ ফল এসেছে এমন প্রমাণপত্র আছে। মঙ্গলবার হাউস অব কমন্সে চার দেয়ালের ভেতরকার বেশিরভাগ আয়োজনে বাধ্যতামূলক মাস্ক পরা এবং ইংল্যান্ডের এনএইচএস (ন্যাশনাল হেলথ সার্ভিস) কর্মীদের বাধ্যতামূলক টিকা নেওয়ার প্রস্তাবও গৃহীত হয়েছে। এসব প্রস্তাবের বিরুদ্ধেও স্বল্পসংখ্যক টোরি এমপির আপত্তি দেখা গেছে। কোভিড পাস প্রস্তাবের বিরুদ্ধে ৯৯ টোরি এমপির ভোট দেওয়াকে জনসন প্রধানমন্ত্রী হওয়ার পর এখন পর্যন্ত ক্ষমতাসীন দলের ভেতরে হওয়া সবচেয়ে বড় ‘বিদ্রোহ’ হিসেবে দেখা হচ্ছে। এটি জনসনের জন্য বড় চ্যালেঞ্জ; দলের ভেতর এ অসন্তোষ কমাতে না পারলে শিগগিরই তিনি নেতৃত্ব হারানোর শঙ্কায় পড়তে পারেন, বলছেন পর্যবেক্ষকরা। মঙ্গলবার ইংল্যান্ডের প্রধান চিকিৎসা কর্মকর্তা অধ্যাপক ক্রিস হুইটি জ্যেষ্ঠ মন্ত্রীদেরকে ওমিক্রনের বিস্তার নিয়ে সতর্ক করেছেন। মন্ত্রিসভার একই ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী জনসনও সামনের দিনগুলোতে যুক্তরাজ্যের সংক্রমণের ব্যাপক ঊর্ধ্বগতি দেখা যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। যুক্তরাজ্য মঙ্গলবার নতুন ৫৯ হাজার ৬১০ জনের দেহে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি পাওয়ার কথা জানিয়েছে, চলতি বছর জানুয়ারির পর দেশটি আর কখনোই একদিনে এত রোগী দেখেনি। নতুন শনাক্ত রোগীদের মধ্যে ৬৩৩ জনের দেহে ওমিক্রন ভ্যারিয়েন্ট মিলেছে; সব মিলিয়ে যুক্তরাজ্যে এই ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা পৌঁছাল ৫ হাজার ৩৪৬ জনে। দেশটিতে সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৫০ কোভিড রোগীর মৃত্যু হয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। বিবিসি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোভিড পাস
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ