Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেনাশিবির হয়ে উঠেছে জঙ্গিদের আঁতুড়ঘর -হিনা রব্বানি

প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাক জঙ্গি সংগঠনগুলোকে পেছন থেকে যে পাক সেনারাই মদদ দিয়ে চলেছে সে অভিযোগ ভারতের তরফে নতুন কিছু নয়। পাকিস্তানের ভেতর থেকেই এখন দিনে দিনে সেই অভিযোগ আরো জোরদার হয়ে উঠছে। আন্তর্জাতিক দুনিয়ায় একঘরে হয়ে পড়ার শঙ্কা ধরা পড়ছে পাক সংবাদমাধ্যমে। এ বিষয়ে মুখ খুলেছেন এবার দেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খার। একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে কোনো রাখঢাক না করেই হিনা বলেন, সেনাশিবির হয়ে উঠেছে জঙ্গিদের আঁতুড়ঘর। হিনার পরামর্শ, পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ার আগে পাক সেনার উচিত এই পথ থেকে সরে আসা। নিজেদের ভুল স্বীকার করার সময় হয়েছে। প্রাক্তন বিদেশমন্ত্রীর কথায়, ভুল স্বীকার না করলে নিজেদের শোধরানো অসম্ভব। তিনি বলেন, বিরোধী রাজনৈতিক দলগুলো জঙ্গিদের আশ্রয় দেয়ার বিরোধিতা করা সত্ত্বেও পাক সেনার ভ্রƒক্ষেপ নেই। উল্টো জঙ্গিদের হয়ে ব্যাট করে যাচ্ছে। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেনাশিবির হয়ে উঠেছে জঙ্গিদের আঁতুড়ঘর -হিনা রব্বানি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ