Inqilab Logo

মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাপানে পার্কে তিন দফা বিস্ফোরণ, হতাহত ৪

প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জাপানের রাজধানী টোকিও থেকে ১০০ কিলোমিটার উত্তরে উসুনোমিয়া শহরের একটি পার্ক এলাকায় কয়েকটি বিস্ফোরণে অন্তত একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। গত রোববার সকাল সাড়ে ১১ টার দিকে উসুনোমিয়ার জসি পার্কে একটি অনুষ্ঠান চলার সময় এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। বার্তা সংস্থা কয়োডোর বরাতে বিবিসি জানিয়েছে, ঐতিহ্যবাহী সংস্কৃতি উদযাপনে ওই পার্কে একটি উৎসব চলছিল। ঘটনার পর অনুষ্ঠানটি বাতিল করা হয়। জাপানের রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকে জানিয়েছে, উসুনোমিয়া স্টেশনের কাছে থাকা একটি ভিডিও ক্যামেরায় পরপর দুইটা এবং ১৫ সেকেন্ড পরে বড় ধরনের তৃতীয় আরেকটি বিস্ফোরণের শব্দ রেকর্ড করা হয়। এনএইচকের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, উসুনোমিয়ার ওই পার্কে অবসরপ্রাপ্ত ৭২ বছর বয়সী এক সেনা বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দিয়েছেন। আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা এ বিস্ফোরণে ওই ব্যক্তি নিহত হয়েছেন ও অপর তিনজন আহত হয়েছেন। আরেকটি বিস্ফোরণে নিকটবর্তী পার্কিং এলাকায় দুটি গাড়িতে আগুন ধরে যায়। একই সময় ঘটনাস্থল থেকে আট কিলোমিটার দূরে নিহত ওই সাবেক সেনার বাড়িটিও পুড়ে যায়। প্রকাশিত ছবিতে পার্কের বিস্ফোরণে ক্ষতবিক্ষত ও ভেঙে যাওয়া বেঞ্চ দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা অন্যান্য ছবিতে ঘটনাস্থল থেকে কালো ধোঁয়ার একটি কু-ুলি উঠতে দেখা গেছে। উসুনোমিয়ার পুলিশ জানিয়েছে, তারা নিহত সাবেক সেনার লেখা একটি সুসাইড নোট খুঁজে পেয়েছে এবং তিনটি বিস্ফোরণের ঘটনা তদন্ত করে দেখছে। বিস্ফোরণের জায়গাটি ঘেরাও করে রেখেছে তারা। এনএইচকের সম্প্রচারিত ছবিতে দুটি অগ্নিদগ্ধ গাড়ি দেখানো হয়েছে, এর একটি নিহত ওই সেনার ছিল বলে জানিয়েছে। এর আগে ২০১৫ সালে একটি বুলেট ট্রেনে ৭১ বছর বয়সী এক ব্যক্তি নিজের শরীরে আগুন লাগিয়ে দিলে তিনিসহ ৫২ বছর বয়সী আরেক নারী দগ্ধ হয়ে মারা যান। জাপান সারা বিশ্বে শান্তিপ্রিয় জাতি হিসেবে পরিচিত। সম্প্রতি মধ্যপ্রাচ্যের জেহাদিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) দেশটিকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল। আইএসের মুখপাত্র হিসেবে পরিচিত দাবিকে জাপানিদের উপর হামলার কথা বারবার বলা হয়েছে। এরপর থেকে দেশটির গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনীগুলো দেশটিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পদক্ষেপ নেয়। গত বছর টোকিওতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি বিজড়িত একটি স্মৃতিসৌধে বিস্ফোরণ ঘটানো হয়েছিল। পরে এই ঘটনায় জড়িত উত্তর কোরিয়ার এক নাগরিককে আটক করা হয়েছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাপানে পার্কে তিন দফা বিস্ফোরণ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ