Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপি নেতা আলালের বিরুদ্ধে বরিশাল সাইবার ট্রাইবুনালে মামলা

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০২১, ৪:৪৩ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে অশ্লীল মন্তব্য করায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে বরিশাল বিভাগীয় সাইবার ট্রাইবুনালে মামলা দায়ের করেছেন সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজাদ হোসেন কালাম মোল্লা। মামলার অপর অভিযুক্ত হলেন বিএনপি নেতা মোছাদ্দেক আলী জায়গীরদার।
কালাম মোল্লার দায়েরকৃত মামলায় অভিযোগ করা হয় গত ১ অক্টোবর ঢাকায় জাতীয়তাবাদী নাগরিক কমিটি কর্তৃক আয়োজিত ‘বাংলাদেশ ও শহীদ জিয়াউর রহমান’ শীর্ষক এক আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল উপস্থিত দলীয় নেতা কর্মীদের উপস্থিতিতে ‘জাতিসংঘ কর্তৃক মাদার অফ হিউমিনাটি’ হিসাবে আখ্যায়িত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে অসত্য ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন। আলালের বক্তব্য ২ নম্বর অভিযুক্ত তার ভেরিফায়েড ফেসবুকে প্রচার করে এবং তা ব্যাপকভাবে ভাইরাল হয়। অভিযোগকারী এই বক্তব্য বিগত ৯ ডিসেম্বর তার নিজস্ব ফেসবুক আইডিতে শুনতে পারেন। প্রধানমন্ত্রী সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য শুনতে পেয়ে তিনি মর্মাহত হয়েছেন। অভিযুক্ত আলালের বক্তব্য মিথ্যা ও ধর্মীয় অনুভুতিতে আঘাতকারী। তাই তিনি মামলাটি দায়ের করছেন।
বিজ্ঞ ট্রাইবুনালের বিচারক মামলার আবেদনটি পর্যালোচনা করে আগামী ৩ জানুয়ারি আদেশের জন্য তারিখ ধার্য করেছেন। ১৫ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আদালত বার্ষিক অবকাশের জন্য বন্ধ থাকবে।
মামলায় বাদীর পক্ষে আইনজীবী ছিলেন নাসিরউদ্দিন খান বাবুল, শেখ আবদুল কাদের, জননিরাপত্তা বিঘœকারী অপরাধ দমন ট্রাইবুনালের বিশেষ পিপি লস্কর নুরুল হক সহ আওয়ামী লীগ দলীয় অন্যান্য আইনজীবীগণ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ