নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
দু’বার গোলের খুব কাছে গিয়েছিলেন লিওনেল মেসি। দ্বিতীয়ার্ধে একবার তার শট পোস্ট ঘেঁষে চলে যায়, আরেকবার দূরূহ কোন থেকে তার চিপ গোলকিপারকে ফাঁকি দিতে পারলেও জালে ঢোকেনি। গোল না করার হতাশা থাকলেও আর্জেন্টিনা অধিনায়ক একটি গোল অবশ্য গড়ে দিয়েছেন। তার পাস থেকেই এসেছে কিলিয়ান এমবাপ্পে পেয়েছেন নিজের দ্বিতীয় গোল। তার আগে পেনাল্টি থেকে নিজের প্রথম গোলটি করেছিলেন ফরাসি তারকা। সব মিলিয়ে গতপরশু রাতে নিজেদের মাঠে মোনাকোর বিপক্ষে ম্যাচটি পিএসজি জিতে নিয়েছে ২-০ গোলে।
চলতি মৌসুমে লিগ ওয়ানে এমবাপ্পের গোল সংখ্যা হলো নয়টি। এই দুই গোলে এমবাপ্পের একটা রেকর্ডও হলো। পিএসজির জার্সিতে এ নিয়ে ১০০ গোল হয়ে গেল ফরাসি স্ট্রাইকারের। মাইলফলকটাই এমবাপ্পে পেরিয়েছেন রেকর্ড গড়ে। ফুটবলের পরিসংখ্যান নিয়ে কাজ করা প্রতিষ্ঠান অপটা জানাচ্ছে, ১৯৫০/৫১ সালের পর থেকে শীর্ষ পর্যায়ের ফুটবলে এমবাপ্পের চেয়ে কম বয়সে এক ক্লাবের হয়ে ১০০ গোল আর কেউ করতে পারেননি। এদিন এমবাপ্পের বয়স ছিল ২২ বছর ২৫৭ দিন।
পার্ক দে প্রিন্সেসের এই জয়ে ফ্রেঞ্চ লিগ ওয়ানে টানা দুই ড্রয়ের পর জয়ে ফিরল পিএসজি। ১৮ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানটা আরো মজবুত করল মাউরিসিও পচেত্তিনোর দল। ১৭ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে মার্শেই আছে দ্বিতীয় স্থানে।
নিয়মিত গোল করে কিংবা করিয়ে ঝড় তুলছেন আরেক ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমাও। তার দ্যুতিতে স্প্যানিশ লা লিগায় মাদ্রিদ ডার্বিতে অ্যাটলেটিকোকে ২-০ ব্যবধানে পরাজিত করেছে রিয়াল। স্বাগতিকদের হয়ে করিম বেনজেমা এগিয়ে নেয়ার পর মার্কো অ্যাসেনসিও ব্যবধান দ্বিগুন করেন।
সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের ১৬ মিনিটে মাঝমাঠে প্রতিপক্ষের ভুল পাস ধরে আক্রমণে ওঠে রিয়াল মাদ্রিদ। সতীর্থের পাস পেয়ে বেনজেমা একজনের বাধা এড়িয়ে ডান দিকে বল বাড়ান অ্যাসেনসিওকে। তিনি থ্রু পাসে ডি-বক্সে খুঁজে নেন ভিনিসিয়াসকে। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড বল বল বাড়ান বেনজেমাকে। চমৎকার সাইডভলিতে দলকে উল্লাসে ভাসান ফরাসি ফরোয়ার্ড (১-০)। লা লিগায় চলতি মৌসুমে তার গোল সংখ্যা হলো ১৩টি। বিরতির পর দারুণ এক পাল্টা আক্রমণে ৫৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অ্যাসেনসিও। মাঝমাঠের তারকা টনি ক্রুসের পাস বাঁ দিকে পেয়ে ভিনিসিয়াস ডি-বক্সে ডান দিকে ফাঁকায় থাকা অ্যাসেনসিওকে খুঁজে নেন। আর প্রথম ছোঁয়ায় কোনাকুনি শটে গোলটি করেন এই স্প্যানিয়ার্ড (২-০)। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১০ জয় ও ১৩ ম্যাচ অপরাজিত থাকার আনন্দে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
আরেক ম্যাচে দুইবার এগিয়ে গিয়েও ওসাসুনার সাথে ২-২ গোলে ড্র করেছে বার্সেলোনা। ১৯ বছর বয়সী দুই তরুণ নিকোলাস গনজালেস ও আবদে ইজ্জালজৌলি বার্সার হয়ে গোল দুটি করেন। তবে ডেভিড গার্সিয়া ও এজেকিয়েল আভিলা স্বাগতিকদের পক্ষে গোল করে বার্সাকে জয় বঞ্চিত করেন। লা লিগায় ১৭ ম্যাচে ১৩ জয় ও তিন ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। এক ম্যাচ কম খেলা সেভিয়ার পয়েন্ট ৩৪। ১৭ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রিয়াল বেটিস। ১৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে চার নম্বরে অ্যাটলেটিকো। তাদের সমান ১৬ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে আট নম্বরে বার্সেলোনা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।