Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সমন্বয়হীনতাই প্রকল্প বাস্তবায়নে বড় সমস্যা

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০২১, ১২:০১ এএম

একজন রাস্তা খুড়ে। তা শেষ না হতেই আরেক জন খোঁড়া শুরু করে। এভাবেই চলছে উন্নয়ন কাজ। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে সবাই জানে। আমাদের নীতির অভাব নেই। বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন প্রকল্প হাতে নিচ্ছে। কাজও চলছে। কিন্তু সমন্বয়হীনতার কারণে প্রকল্প বাস্তবায়নে বড় সমস্যা থেকে যাচ্ছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক কর্মশালায় এসব কথা বলেন।
বিবিএসের প্রকল্প পরিচালক ও উপ-পরিচালক মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় আলোচক ছিলেন পরিচালক জিয়াউদ্দিন আহমেদ, ইউএন ওমেনের বাংলাদেশ কান্ট্রি অফিসের দিলরুবা হাইদার, মহিলা বিষয়ক অধিদফতরের অতিরিক্ত পরিচালক ড. শেখ মুসলিমা মুনসহ অন্যরা। কর্মশালায় ৩৫টি মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার কর্মকর্তারা অংশগ্রহণ করেন। পিকেএসএফ চেয়ারম্যান বলেন, প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, কিন্তু সমন্বয় হচ্ছে না। উন্নয়ন কাজ শুরু হয়ে প্রথমে ব্যয় ছাড়া সংশোধন করা হয়। তারপর কয়েকবার ব্যয় বাড়িয়ে সংশোধন করা হয়। এভাবে বাড়ছে ব্যয়। কিন্তু কাজ শেষ হয়না। এ জায়গা থেকে বেরিয়ে আসতে হবে।
ড. কাজী খলীকুজ্জমান বলেন, আমরা মূল্যরোধ হারিয়ে ফেলেছি। তাই শুধু চাই চাই। অন্যের ক্ষতি হচ্ছে কি না তা দেখার বিষয় না। বাংলাদেশে ধনী হওয়ার হার সবচেয়ে বেশি। কিন্তু কর দেয় না। তারা শুধু ভর্তুকি চাই। তা পেয়েও যাচ্ছে। তাদের এতো ক্ষমতা যে কেউ কেউ করোনাকালেও দুই তিন বার প্রণোদনা পেয়েছে। অথচ এক কোটি ক্ষুদ্র প্রতিষ্টানে ২০ হাজার কোটি টাকাও ভর্তুকি দেয়া হয়নি। মধ্যম ও ক্ষুদ্রদের জন্য ২০ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। তবে মাঝারী উদ্যোক্তারা পেলে ও ক্ষুদ্ররা তেমন কিছু পাচ্ছে না। আসল নীতির মধ্যে না পড়লে কাজ হবে না বলে অভিমত প্রকাশ করেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রকল্প বাস্তবায়ন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ