Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধর্মের ভিত্তিতে ভারত ভাগ ঐতিহাসিক ভুল: ভারতের প্রতিরক্ষা মন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২১, ১২:৪৮ পিএম

ধর্মের ভিত্তিতে ভারত ভাগ ঐতিহাসিক ভুল। রোববার নয়াদিল্লির এক অনুষ্ঠানে এই কথা বললেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ইন্ডিয়া গেটে অনুষ্ঠিত স্বর্ণিম বিজয়পর্ব অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন রাজনাথ। ৭১ যুদ্ধজয়ের ৫০ বর্ষপূর্তির প্রাক্কালে এই অনুষ্ঠানের আয়োজন। সেখানেই এ কথা বলেন তিনি।

রাজনাথ বলেন, ‘ধর্মের নামে দেশভাগ করে পাকিস্তান এখন সেই আদর্শে নেই। বরং ক্রমাগত প্রতিবেশি দেশের বিরুদ্ধে ছদ্মযুদ্ধে মদত চালিয়ে যাচ্ছে। সন্ত্রাসবাদের মাধ্যমে ভারতকে ভাঙতে চায় পাকিস্তান। কিন্তু আমাদের সেনারা ১৯৭১-এ সেটা হতে দেয়নি। সরাসরি যুদ্ধে জিতেছিল। এখন সন্ত্রাসবাদকে নির্মূল করতে কাজ করছে। সেই কাজে সাফল্য পাবই এবং প্রতিবেশি দেশের এই ছদ্মযুদ্ধের স্বভাব নষ্ট করব।’

এদিকে, রোবার দিল্লিতে ‘স্বর্ণিম বিজয় পরব’-এর অনুষ্ঠানে প্রয়াত সিডিএস জেনারেল বিপিন রাওয়াতের একটি ভিডিও বার্তা শোনানো হল। তামিলনাড়ুর কুন্নুরে ভয়াবহ চপার দুর্ঘটনার ঠিক আগের দিন ওই ভিডিওটি রেকর্ড করা হয়েছিল। এদিন দিল্লিতে প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী রাজনাথ সিংয়ের উপস্থিতিতে প্রয়াত সিডিএস রাওয়াতের ভিডিও বার্তাটি শোনানো হয়। ওই বার্তায় ১৯৭১ সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে নিহত ভারতীয় সেনাকর্মীদের শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রেখেছিলেন রাওয়াত।

১৯৭১-এর যুদ্ধে তৎকালীন পশ্চিম পাকিস্তানের কাছ থেকে স্বাধীন হতে বাংলাদেশকে সহায়তা করেছিল ভারত। সেই যুদ্ধের আজ ৫০ বছর অতিক্রান্ত। এদিনটি ‘স্বর্ণিম বিজয় পরব’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। সেই মতো আগেভাগেই অনুষ্ঠানের সব ব্যবস্থা হয়ে গিয়েছিল। যদিও আকস্মিক একটি দুর্ঘটনা বদলে দিল সব কিছু। অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে রোববার ‘স্বর্ণিম বিজয় পরব’-এর দুদিনের অনুষ্ঠানের উদ্বোধন সারলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।



 

Show all comments
  • ABU ABDULLAH ১৩ ডিসেম্বর, ২০২১, ১:১৯ পিএম says : 0
    হিন্দুস্থানের যুদ্ধ বিজয়ের কোনো রেকর্ড নাই বিজয় হল "বাংলাদেশিদের বিজয়"
    Total Reply(0) Reply
  • করিম ১৩ ডিসেম্বর, ২০২১, ৯:৩৭ পিএম says : 0
    ভারতের লজ্জা থাকা উচিত। ....................
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ