মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জার্মানির চ্যান্সেলর হিসেবে শপথ গ্রহণের পর তৃতীয় আন্তর্জাতিক সফর হিসেবে প্রতিবেশী দেশ পোল্যান্ডে গেলেন ওলাফ শলৎস৷ সফরে ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনা মোতায়েন, পোল্যান্ড ও বেলারুশ সীমান্তে অভিবাসনপ্রত্যাশীদের ঘিরে চলমান সংকট বিষয়ে দুই দেশের সরকার প্রধানের মধ্যে আলোচনা হবে বলে জানা গেছে৷
পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাথেউস মোরাভিয়েস্কি জার্মানির নবনির্বাচিত চ্যান্সেলরকে স্বাগত জানিয়েছেন৷ জানা গেছে, জার্মানি ও রাশিয়ার মধ্যে নর্ড স্ট্রিম ২ গ্যাস লাইন বিষয়ে যুক্তরাষ্ট্র ও পোল্যান্ডের চাপে আছে বার্লিন৷ দেশ দুটি জার্মানিকে গ্যাস লাইনের কাজ বিলম্বিত করার কথা বলছে৷ বলা হচ্ছে যে নর্ড স্ট্রিম ২ গ্যাসলাইন ইউরোপের সুরক্ষার জন্য হুমকি হতে পারে৷ কেননা এ গ্যাসলাইনটি যদি ইউক্রেনের উপর দিয়ে না হয়ে সরাসরি ইউরোপে প্রবেশ করে তাহলে ইউরোপের উপর প্রভাব বাড়ানোর সুযোগ পাবে ক্রেমলিন৷ আর তাই শলৎস এর রাষ্ট্রীয় সফরে গ্যাসলাইনের বিষয়টি গুরুত্ব পাবে বলে জানা গেছে৷
পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাথেউস মোরাভিয়েস্কি জানান, তিনি জার্মান চ্যান্সেলরকে গ্যাসলাইনের কার্যক্রম বিলম্বিত করার অনুরোধ করবেন৷ চ্যান্সেলর ওলাফ শলৎসের পোল্যান্ড সফরে আরেকটি গুরুত্বপুর্ণ বিষয় হলো দেশটির বেলারুশ সীমান্তে আটকে থাকা অভিবাসনপ্রত্যাশীদেরকে ঘিরে চলমান সংকট৷ বেলারুশ সীমান্ত হয়ে অভিবাসনপ্রত্যাশীদের পোল্যান্ডে প্রবেশের চেষ্টা ঠেকাতে দেশটির তৎপরতাকে সমর্থন দিচ্ছে জার্মানি৷ আশা করা হচ্ছে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে সৃষ্ট এ সংকট চ্যান্সেলর ওলাফ শলৎসের সফরে আলাদা গুরুত্ব পাবে৷
তাছাড়া পোল্যান্ডের বিচারব্যবস্থার সংস্কারের ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের স্বাধীনতা চাওয়ার বিষয়টিও আলোচনায় থাকবে৷ ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস পোল্যান্ডকে দেশটির বিচারব্যবস্থার সংস্কারের কারণে জরিমানা করেছিল৷ বিচারব্যবস্থার সংস্কারে পোল্যান্ডের পদক্ষেপ ইউরোপীয়ান ইউনিয়নের আইনের পরিপন্থি বলে দেশটিকে জরিমানা করা হয়েছিল৷ তবে জরিমানা প্রদানে অস্বীকার করে পোল্যান্ড৷
এদিকে ওলাফ শলৎসের এ সফর দুই দেশের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশি ও সহযোগিতা চুক্তির ত্রিশ বছর পূর্তির সময়ে হওয়ায় সফরটির আলাদা গুরুত্ব রয়েছে৷ এ উপলক্ষ্যে তিনি পোল্যান্ডের সেন্ট্রাল মেমোরিয়ালে শায়িত সৈন্যদের করবে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন৷ সূত্র: এএফপি, ডিপিএ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।