Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইশা ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ভোলা জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

ভোলার লালমোহনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গত রোববার বিকেল ৫টায় ইশা ছাত্র আন্দোলন লালমোহন শাখার সভাপতি এইচ এম আব্দুল হান্নানের সভাপতিত্বে লালমোহন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন শাখার উদ্যোগে লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসা মাঠে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মো. আব্দুজ্জাহের আরিফি, বিশেষ অতিথি ভোলা-৪ আসনের ইসলামী আন্দোলন (হাতপাখা মার্কার) সংসদ সদস্য প্রার্থী অ্যাড. মাওলানা মো. মহিবুল্লাহ, মো. আলাউদ্দিন তালুকদার সভাপতি ভোলা জেলা দক্ষিন, ইসলামী আন্দোলন ভোলা জেলা শাখা, হাফেজ মাওলানা মো. আবুল কাশেম সভাপতি লালমোহন উপজেলা শাখা, মাওলানা মো. জামাল উদ্দিন সাধারণ সম্পাদক ইস. আন্দো. লালমোহন শাখা, মাওলানা মো. নেছার উদ্দিন সভাপতি লালমোহন পৌরসভা শাখা, মাওলানা মো. ইমাম উদ্দিন শামিম, মোহতামিম আয়শা ছিদ্দিকা মহিলা হেফজখানা ও সহ-সভাপতি ইস. যুব আন্দো. ভোলা জেলা শাখা, উদ্বোধনী বক্তব্য রাখেন মাওলানা মহিউদ্দিন সাধারন সম্পাদক ইস. ছাত্র আন্দোলন লালমোহন শাখা। বক্তারা বলেন, পবিত্র কোরআন-সুন্নাহর আলোকে সাহাবিদের নমুনায় জীবন গড়ার লক্ষ্যে ইশা ছাত্র আন্দোলনে যোগ দিয়ে ইসলামী জীবন গড়ার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন ইস. আন্দোলন লালমোহন শাখার সাধারণ সম্পাদক মাওলানা মো. জামাল উদ্দিন। অনুষ্ঠানে সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইশা ছাত্র আন্দোলন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ