Inqilab Logo

মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

অস্ট্রিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ

করোনার বিধিনিষেধের প্রতিবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২১, ১২:০৪ এএম

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে টিকা নেওয়া বাধ্যতামূলক করাসহ অস্ট্রিয়ায় বেশ কিছু বিধিনিষেধ আরোপ করায় এর প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছেন হাজারো মানুষ। পুলিশ বলছে, রাজধানী ভিয়েনাতে প্রায় ৪৪ হাজার মানুষ বিক্ষোভ করেছেন। এরআগেও বিক্ষোভ হয়েছে একই দাবিতে।

অস্ট্রিয়াতে করোনার টিকা নেওয়া এখনও বাধ্যতামূলক না হলেও আসছে ফেব্রুয়ারি থেকে তা বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে সরকারের। মূলত ওই সিদ্ধান্তের বিরোধিতা করেই এ বিক্ষোভ হচ্ছে; যাতে সমর্থন রয়েছে রাজনৈতিক দলেরও। বিরোধীরা বলেছেন, কেউ টিকা নেবে কি নেবে না সেটা তার নিজের পছন্দ হওয়া উচিত। সরকার বলছে, কাউকে জোর করে টিকা দেওয়া হবে না কিন্তু যারা টিকা নিতে অস্বীকৃতি জানাবে তাদের জরিমানা করা হবে। রাজধানী ভিয়েনা ছাড়াও আরও দুটি শহরেও একই দাবিতে বিক্ষোভ হয়েছে।

প্রায় ৯০ লাখ জনগোষ্ঠীর দেশ অস্ট্রিয়াতে এ পর্যন্ত ১২ লাখের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী দেশটিতে এ পর্যন্ত ১৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। দেশটিতে এ পর্যন্ত ৬৮ শতাংশের বেশি মানুষ দুই ডোজ টিকা নিয়েছেন। ইউরোপের দেশগুলোর মধ্যে এ হার নিচের দিকে।
সূত্র : বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাজারো মানুষের বিক্ষোভ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ