Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৮ বছরের বেশি বয়সীদের বুস্টার ডোজ দিচ্ছে অন্টারিও

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২১, ১২:০৪ এএম

১৮ বছর বা তার বেশি বয়সীদের ক্ষেত্রে করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কানাডার অন্টারিও। আগামী ৪ জানুয়ারি থেকে তারা বুস্টার ডোজ নিতে পারবেন। তবে এর আগেই ১৩ ডিসেম্বর থেকে ৫০ বছর বা তার বেশি বয়সীরা বুস্টার ডোজের অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবেন। অন্টারিওর প্রধান মেডিকেল অফিসার ডা. কিয়েরান মুর শুক্রবার প্রাদেশিক কোভিড-১৯ আপডেটে বলেন, ৪ জানুয়ারি সকাল আটটা থেকে বুস্টার ডোজের জন্য বুকিং দেয়া যাবে। মুর বলেন, ‘আমরা অবশ্যই তৃতীয় ডোজ পাওয়ার জন্য বর্তমানে যোগ্য সবাইকে তাদের উৎসাহিত করছি এবং আমরা ইমিউনোলজিক্যালভাবে সেরা সুরক্ষার জন্য ও ওমিক্রনের বিরুদ্ধে লড়তে বুস্টার ডোজ দিব। এটি সম্ভবত সম্পূর্ণরূপে টিকাদানের সংজ্ঞা বদলে দিতে পারে। ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ছে। এটি ঠেকাতেই নতুন পরিকল্পনা নেয়া হতে পারে বলেও জানিয়েছেন মুর। যোগ্য ব্যক্তিরা প্রাদেশিক পোর্টালের মাধ্যমে বা প্রাদেশিক ভ্যাকসিন যোগাযোগ কেন্দ্রে কল করে তাদের তৃতীয় ডোজ অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। দ্বিতীয় ডোজ দেয়ার ছয় মাস পর তৃতীয় ডোজ দেয়ার জন্য বুকিং দেয়া উচিত বলেও জানানো হয়েছে। বর্তমানে অন্টারিওতে প্রতিদিন ৭০ হাজার ডোজ টিকা দেয়া হচ্ছে। বুস্টার ডোজ যোগ করে এই সংখ্যা এক লাখ ২০ হাজারে নিতে চায় স্থানীয় প্রশাসন। সূত্র : সিটিভি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অন্টারিও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ