Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেষ হইয়াও হইলো না শেষ!

প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

রুমু, চট্টগ্রাম ব্যুরো : চার দিনেই শেষ হচ্ছে চট্টগ্রাম টেস্ট, এমন ধারণা থেকেই গতকাল বিকেলে প্রস্তুত করে রাখা হয়েছিল পুরস্কার বিতরণী মঞ্চ। যারা অতিথি হিসেবে থাকবেন, তারাও ছিলেন উপস্থিত। কিন্তু শেষ হয়েও যেন হইল না শেষ! আলো স্বল্পতার কারণে ফ্লাডলাইট জ্বালিয়ে খেলা চালানো হলেও দিনের পাঁচ ওভার বাকি থাকতেই চতুর্থ দিনের খেলা সমাপ্ত ঘোষণা করেন মাঠের দুই আম্পায়ার। তখনও ব্যাট হাতে আশার প্রদীপ জ্বালিয়ে রেখেছেন নিজের অভিষেক টেস্ট খেলতে নামা অলরাউন্ডার সাব্বির রহমান রুম্মন। তাকে আশা জাগানিয়া সঙ্গ দিচ্ছেন তাইজুল ইসলাম। শেষ বিকেলে এ দু’জনের অবিচ্ছিন্ন নবম উইকেটে ১৫ রানের জুটি ইংলিশদের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের স্বপ্ন জিঁইয়ে রেখেছে। আজ ম্যাচের পঞ্চম দিন ইতিহাস গড়ে চট্টগ্রাম টেস্ট জিততে হলে স্বাগতিক বাংলাদেশ দলের প্রয়োজন ৩৩ রান আর সফরকারী ইংল্যান্ড দলের জয়ের জন্য দরকার দুই উইকেট। ম্যাচের এই সমীকরণে আজ কে হাসবে শেষ হাসি তা বলা মুসকিল। তবে ক্ষণে ক্ষণে রঙ বদলানো এই টেস্ট বেশ উপভোগ করছেন চট্টগ্রামের দর্শকরা। আরো একটি দিন গ্যালারীতে বসে চট্টগ্রামের এই টেস্ট দেখার সুযোগ হওয়ায় বেজায় খুশি চট্টলার ক্রিকেট পাগল দর্শকরা। আজ শেষ দিনে স্বাগতিক বাংলাদেশ দলের জয় দেখার জন্য উন্মুখ হয়ে আছেন তারা।
এদিকে নিরাপত্তা নিয়ে খুবই স্পর্শকাতর ইংলিশরা। অবশ্য এই সফরে আসার পর কঠোর নিরাপত্তা ব্যবস্থা দেখে ইংলিশ অধিনায়ক অ্যালেস্টার কুক ও অলরাউন্ডার মঈন আলী বিমুগ্ধ হয়ে ইতোমধ্যে বাংলাদেশের অনেক প্রশংসাও করেছেন। তাদের মতো পুরো দলই নিরাপত্তা দেখে বেশ সন্তুষ্ট। ইংল্যান্ড দলের খেলা কাভার করতে চট্টগ্রামে এসেছেন ২২ জন ইংলিশ সাংবাদিক। তারাও এখানকার নিরাপত্তা দেখে বেশ খুশি। শুধু সাংবাদিক কিংবা ইংলিশ খেলোয়াড়রাই নন, নিরাপত্তায় সন্তুষ্ট বার্মি আর্মি খ্যাত ইংলিশ দলের সমর্থকরাও। চট্টগ্রাম জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে উপস্থিত হয়ে বেশ ভালোভাবেই উপভোগ করছেন তারা স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী ইংল্যান্ড দলের মধ্যকার হোম সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি। তারা গ্যালারী ও প্যাভিলিয়নের রুফটপে নেচে গেয়ে ইংলিশ দলকে সমর্থন দিয়ে যাচ্ছেন। তাদের সঙ্গে গ্যালারীতে স্বাগতিক দল বাংলাদেশকে সমর্থন দিতে এই টেস্টেও চারদিনই অনেক দর্শক উপস্থিত হয়েছেন। তারা ম্যাচের প্রতিটি মুহূর্তে তামীম-সাকিবদের সমর্থন দিয়ে গেছেন। গত চার দিনের মতো আজও গ্যালারীতে প্রচুর দর্শক সমাগম হবে বলে মনে করছেন সবাই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শেষ হইয়াও হইলো না শেষ!

২৪ অক্টোবর, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ