নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : ম্যাচের ২২ মিনিটের সময় লিওনেল মেসির গোলে এগিয়ে যাওয়া। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে দ্রæত দুই গোল করে বার্সেলোনাকে পেছনে ফেলে ভালেন্সিয়া। তবে ৬২তম মিনিটে লুইস সুয়ারেস সমতায় ফেরানোর পর যোগ করা সময়ে মেসির পেনাল্টি গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে লুইস এনরিকের দল। ভালেন্সিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েও জয় (৩-২) নিয়ে ফিরতে পারায় দারুণ খুশি এনরিকে। মেসিদের দৃঢ়তায় মুগ্ধ হওয়ার কথা জানিয়েছেন বার্সেলোনা কোচ।
ম্যাচের ত্রয়োদশ মিনিটে চোট পেয়ে অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তার মাঠ ছাড়তে হলে বড় একটা ধাক্কা খায় বার্সেলোনা। আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে অভিজ্ঞ এই মিডফিল্ডারকে। তবে দলের খেলোয়াড়রা পরিস্থিতি খুব ভালোভাবে সামলাতে পেরেছেন বলে মনে করেন এনরিকে, ‘আমরা যেভাবে ম্যাচটি জিতেছি তা দেখিয়েছে এই দলের কী স্পিরিট আর দৃঢ়তা আছে। ইনিয়েস্তার চোটের মতো দুর্ভোগের পর আপনি শেষ মুহূর্ত পর্যন্ত এই দলের দৃঢ়তা দেখে থাকবেন। দলের জেতার, ৩ পয়েন্ট যোগ করার বিশ্বাস ছিল; কোনো দুর্ভোগ ছাড়াই এটা পেতে চাইছিলাম। তবে এটা কিন্তু খেলোয়াড়দের মনোভাবের বিষয়টাও ভালোভাবে তুলে আনে। আমি আজ আমার সব খেলোয়াড়কে অভিনন্দন জানাতে চাই। প্রতিপক্ষ আর আমাদের ভুলগুলোর বিবেচনায় তারা কঠিন একটি পরিস্থিতি জয় করেছে।’
এমন দিনে মেসিকে প্রসংশা বানে ভাসালেন চিরপ্রতিদ্ব›দ্বী ব্রাজিল কোচ। বর্তমান সেরার প্রশ্নে ক্রিশ্চিয়ানো রোনালদো নয় আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ডকেই বেছে নিয়েছেন তিতে। কারণ ব্যাখ্যায় ব্রাজিলের এই কোচ জানিয়েছেন মেসির মধ্যে ‘বিশেষ গুণ’ থাকার কথা। বাংলাদেশ সময় ১১ নভেম্বর ভোরে রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে নিজেদের মাঠে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে প্রতিপক্ষ দলের ফরোয়ার্ডকে সেরা বললেন ব্রাজিল কোচ, ‘কিন্তু আজ, আমার কাছে মেসিই সেরা। ফুটবলে নতুন কিছু আনার বিশেষগুণ তার আছে। তার মান ও গুণগুলোর কারণে তার বিপক্ষে খেলা আমাদের জন্য চ্যালেঞ্জিং।’
রোনালদো ও নেইমারকেও প্রশংসা করতে ভোলেননি ব্রাজিল কোচ, ‘তারাই সেরা তিন। এটা নতুন কিছু নয়, তারা সেরা তিন এবং এর আগে ব্যালন ডি’অরের জন্য তাদের পছন্দ করা হয়েছিল। সময়ের হিসেবে মেসি এবং রোনালদো কাছাকাছি, একজন ২৯ বছর বয়সী এবং অন্যজন ৩১ বছর বয়সী। নেইমার একজন উন্নতির পথে থাকা আর বেড়ে উঠতে থাকা একজন খেলোয়াড়।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।