Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলাপাড়ায় নির্বাচনী সহিংসতায় ২০জন আহত

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০২১, ৬:৫৭ পিএম | আপডেট : ৭:০০ পিএম, ১১ ডিসেম্বর, ২০২১

কলাপাড়ায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী ও সমর্থকদের ওপর হামলা চালানো হয়। এসময় উভয় পক্ষের কর্মী-সমর্থকদের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে নজরুল(২২), শামীম(২৭)ও খলীল(২০)কে গুরুতর অবস্থায় খেপুপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে টিয়াখালী ইউনিয়নের পূর্ব টিয়াখালী গ্রামের আকন বাড়ির সামনে।

নৌকা মার্কার প্রার্থী সৈয়দ মো.মশিউর রহমান শিমু বলেন, শনিবার দুপুর দেড়টার দিকে আমার কর্মী সমর্থকরা প্রচারনার কাজে যাবার পথে পূর্ব টিয়াখালী গ্রামের আকন বাড়ির সামনে গেলে স্বতন্ত্র প্রার্থী মাহামুদুল হাসান সুজন মোল্লার কর্মী সমর্থকরা হামলা চালায়। এ সময় আমার ৩ কর্মী আহত হয়েছে এবং ৪ টি মটোরসাইকেল ভাংচুর করা হয়।
এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী মাহামুদুল হাসান সুজন মোল্লা উল্টো অভিযোগ করে বলেন, ঘটনার সময় আমার কর্মী সমর্থকরা উঠান বৈঠক করতে যাচ্ছিল। এ সময় নৌকা মার্কার প্রার্থী সৈয়দ মো.মশিউর রহমান শিমুর হাতুরি বাহিনী মটর সাইকেলের বহর নিয়ে আমার ও আমার কর্মী সমর্থকদের ওপর হামলা চালায়। এ ঘটনায় এলাকার মহিলারা আমাকে রক্ষা করলেও আমার প্রায় ১৬/১৭ জন নেতা কর্মী আহত হয়েছে।
কলাপাড়া থানার ওসি মো.জসিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উভয় পক্ষ মৌখিক অভিযোগ দিয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ