Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মারাদোনার চুরি যাওয়া ঘড়ি উদ্ধার, নিরাপত্তাকর্মী আটক

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০২১, ৫:০৫ পিএম

বিশ্বখ্যাত ফুটবলার মারাদোনা যেমন বল পায়ে তার জাদুর জন্য বিখ্যাত, তেমনই তার দামী শখও কারুর অজানা নয়। প্রয়াত আর্জেন্তাইন কিংবদন্তি নিজের হাতে একটি নয়, একইসঙ্গে দুইটি ঘড়ি পড়তেন এবং অনেক অনুষ্ঠানেও তার এমন ছবি ধরা পড়েছে। সেই মারাদোনার প্রিয় এক চুরি যাওয়া ঘড়ির হদিশ মিলল আসাম থেকে।

শিলচরের শিবসাগরর বাসিন্দা বাজিদ হুসেন নামক এক ব্যক্তিকে দুবাই পুলিশের থেকে খবর পেয়ে আসামের পুলিশ গ্রেফতার করে। ২০১০ সালের বিশ্বকাপে মারাদোনাকে ‘হাবলট বিগ ব্যাং’ লিমিটেড এডিশনের ঘড়ি পড়তে দেখা যায়। মারাদোনাকে সম্মান জানিয়েই তাদের এই স্পেশাল এডিশন ঘড়িগুলি প্রস্তুত করেন প্রসিদ্ধ সংস্থাটি।

অভিযুক্তকারী বাজিদ দুবাইয়ের একটি প্রাইভেট সংস্থায় নিরাপত্তাকর্মীর কাজ করতেন যেখানে মারাদোনোর ঘড়িগুলিসহ আরও কিছু মহামূল্যবান সামগ্রী রাখা হয়েছিল। অগস্টে বাবার শরীর খারাপের নাম করে বাজিদ দেশে ফিরে আসেন। তবে শনিবারই তাকে আসাম পুলিশ তার বাড়ি থেকে গ্রেফতার করে এবং ঘড়িটিও বাজেয়াপ্ত করে।

পুলিশের ডিরেক্টর জেনারেল ঘটনাটি সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, ‘দুবাই পুলিশের সেন্ট্রাল এজেন্সির মারফৎ আমাদের কাছে খবর পৌঁছায় যে বাজিদ হুসেন নামক এক ব্যক্তি মারাদোনার সই করা লিমিডেট অ্যাডিশন ঘড়ি চুরি করে আসামে পালিয়ে এসেছে। আজ ভোর চারটে নাগাদ আমরা ওকে শিবসাগরে ওর বাড়ি থেকে গ্রেফতার করেছি এবং ঘড়িটিও উদ্ধার করা হয়েছে।’ সূত্র: হিন্দুস্থান টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ